মুম্বই, ২৭ ডিসেম্বর(হি.স.) : কুলভূষণ যাদব প্রসঙ্গে পাকিস্তানের নিন্দায় মুখর হলো শিবসেনা। দলীয় মুখপত্র সামনায় পাকিস্তানের কড়া সমালোচনা করে বলা হয়েছে, ‘পাকিস্তানে অভ্যেস হয়ে গিয়েছে আমাদের খাটো করার। যা কোনদিনই তারা সংশোধন করবে না। এখানে এলে আমরা যতই সম্মান দেখাই না কেন তাদের। তারা সব সময় ভারতের বিরুদ্ধে ঘৃণা পোষন করে এসেছে।’
পাকিস্তানি জেলে বন্দি কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে যাওয়া মা এবং স্ত্রীয়ের সঙ্গে যে অমানবিক আচরণ পাকিস্তান প্রশাসন করেছে তার বিরুদ্ধেই সরব হয়েছে শিবসেনা। কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে তার স্ত্রীকে মঙ্গলসূত্র, বালা, টিপ খুলে রাখার নির্দেশ দেয় কর্তব্যরত পাকিস্তানি আধিকারিকরা। সেই মতো ওইগুলি খুলে রেখে কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে যান তার স্ত্রী ও মা। পাশাপাশি কুলভূষণের সঙ্গে তার স্ত্রী ও মায়ের সাক্ষাৎতের সময় মাতৃভাষা মারাঠি ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান। সন্তান ও মায়ের মাঝে পুরু কাঁচে একটি আস্তরণ রাখা হয়। যার ফলে নিজের ছেলেকে জড়িয়েও ধরতে পারেননি মা। সাক্ষাৎতের পরে কুলভূষণের স্ত্রী ও মায়ের দিকে পাকিস্তানি সংবাদমাধ্যমের পক্ষ থেকে ধেয়ে আসে একাধিক কটূক্তি। এই প্রসঙ্গে দলীয় মুখপত্রে শিবসেনা দাবি করেছে, ‘পরিবারের কাউকে মারাঠি ভাষায় কথা বলতে দেওয়া হয়নি। এমনকি অতিথিদের পাকিস্তানে স্বাগত জানানো হয়নি।’
দলীয় মুখপত্রে পাকিস্তানকে প্রতারক বলে আখ্যা দিয়েছে শিবসেনা। তাদের দাবি এই ভাবে অপমান না করে পরিবারের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাক্ষাৎতের ব্যবস্থা আয়োজন করতে পারত পাকিস্তান।
অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে জোরাল পদক্ষেপ গ্রহণের দাবি করেছে শিবসেনা। অন্যদিকে কুলভূষণের পরিবারের প্রতি এই রকম অমানবিক আচরণের ফলে ক্ষিপ্ত গোটা দেশ।