নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ চাকুরীচ্যুত ১০৩২৩ শিক্ষকরা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর কাছে তাঁদের জীবন জীবিকার নিরাপত্তার প্রশ্ণে স্মারকলিপি দেবেন৷ একই ইস্যুতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের দ্বারস্ত হবেন তাঁরা৷ মঙ্গলবার আগরতলায় হিন্দি সুকল মাঠে চাকুরীচ্যুত শিক্ষকরা এই বিষয়ে বৈঠক করেছেন৷ বৈঠকে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে স্মারকলিপি প্রদান এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের দ্বারস্ত হওয়ার বিষয়টি সিদ্ধান্ত হয়েছে৷ খুব শীঘ্রই চাকুরীচ্যুত শিক্ষকদের প্রতিনিধি দল দিল্লি ছুটে যাবেন৷ বৈঠক সম্পর্কে শিক্ষক অরবিন্দ সরকার জানিয়েছেন, আজ চাকুরীচ্যুত শিক্ষকদের জীবন জীবিকার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ ২০১৮ সালের জুন মাসের পর তাঁদের কারোরই চাকুরী থাকছে না৷ ফলে তখন জীবন জীবিকা তাঁদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে৷ রাজ্য সরকারের ভুল নীতির কারণে ১০৩২৩ জন শিক্ষককে চাকুরী খোয়াতে হয়েছে৷ তাই, জীবন জীবিকার প্রশ্ণে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে৷ শ্রী সরকার আরো জানান, জীবন জীবিকার প্রশ্ণে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্ত হওয়ারও সিদ্ধান্ত গৃহিত হয়েছে৷
অরবিন্দ সরকার এদিন জানিয়েছেন, ৩১ ডিসেম্বরের পর ১০৩২৩ জন শিক্ষককে চাকুরী থেকে নিলম্বিত করার চিঠি তাঁদের হাতে পৌঁছে গেছে৷ একই সাথে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এডহক ভিত্তিতে শিক্ষকতা করার নিয়োগপত্রও তাঁরা পেয়েছেন৷
2017-12-27