মুম্বই, ২৬ ডিসেম্বর (হি.স.) : বছরের শেষে নতুন রেকর্ড গড়ল মুম্বই স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি। প্রথমবার ৩৪ হাজারের গন্ডি টপকাল সেনসেক্স। একইভাবে রেকর্ড গড়েছে নিফটিও। মঙ্গলবার বাজার খোলার পর ৩৪ হাজারের গন্ডি টপকে ৩৪,০০৫.৩৭-তে পৌঁছায় সেনসেক্স। পাশাপাশি পাল্লা দিয়ে উপরে উঠে নিফটি পৌঁছায় ১০,৫১৫ পয়েন্টে। বিনিয়োগকারীদের ভরসা থাকায় শেয়ার স্টক কেনায় আগ্রহও দেখা যায়। সেজন্যই শেয়ার সূচক উপরে উঠছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
গত কয়েকদিন ধরেই ৩৪ হাজারের কাছাকাছি ছিল সেনসেক্স। শুক্রবারও ঘরোয়া বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার আগ্রহ দেখা গিয়েছিল। এছাড়া টেকনলজি, অয়েল অ্যান্ড গ্যাসের মতো কিছু স্টকের দর ছিল চোখা লাগার মত। রিপোর্ট বলছে, ওইদিন ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা শেয়ার কিনেছে ১০৭.৮৭ কোটি টাকার। যেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের শেয়ার স্টক ক্রয়ের মূল্য ৩৭১.৫৩ কোটি টাকা।