৩১ ডিসেম্বর রাজনীতিতে যোগদান প্রসঙ্গে নিজ সিদ্ধান্ত ঘোষণা করব, বার্তা রজনীকান্তের

চেন্নাই, ২৬ ডিসেম্বর (হি.স.): রাজনীতিতে আমি মোটেও নতুন নই| শুধু বিলম্ব হয়ে গিয়েছে| মঙ্গলবার চেন্নাইয়ের শ্রী রাঘবেন্দ্র কল্যাণা মণ্ডপম-এ ভক্তদের মুখোমুখি হয়ে এমনই বার্তা দিলেন তামিল সুপারস্টার রজনীকান্ত| কিছুদিন ধরেই জল্পনা চলছিল রাজনীতিতে যোগ দিতে চলেছেন তামিল সুপারস্টার রজনীকান্ত| জল্পনা চললেও, প্রকাশ্যে মুখ খোলেননি রজনীকান্ত| এমতাবস্থায় মঙ্গলবার চেন্নাইয়ের শ্রী রাঘবেন্দ্র কল্যাণা মণ্ডপম-এ ভক্তদের মুখোমুখি হলেন রজনীকান্ত| জানিয়ে দিলেন, রাজনীতিতে যোগদান প্রসঙ্গে আগামী ৩১ ডিসেম্বর তিনি নিজ সিদ্ধান্ত ঘোষণা করবেন|

ভক্তদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় তামিল সুপারস্টার রজনীকান্ত বলেছেন, ‘আমি রাজনীতিতে মোটেও নতুন নই| শুধু বিলম্ব হয়ে গিয়েছে| রাজনীতিতে প্রবেশ আসলে বিজয়ের সমান| আগামী ৩১ ডিসেম্বর আমি একটি সিদ্ধান্ত ঘোষণা করবো|’ রজনীকান্ত আরও বলেছেন, ‘আমি এমনটা মোটেও বলছি না যে, রাজনীতিতে আসবো…আগামী ৩১ ডিসেম্বর রাজনীতিতে যোগদান প্রসঙ্গে নিজ সিদ্ধান্ত ঘোষণা করব|’ সেলিব্রিটি নন, একজন সাধারণ মানুষের মতোই এদিন ভক্তদের সঙ্গে সাক্ষাত করেন রজনীকান্ত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *