নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): উত্তর বিহারের দারভাঙ্গা এবং পূর্ণিয়া জেলায় এবার বিমানবন্দর তৈরি করা হবে। রবিবার এই বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, দারভাঙ্গা এবং পূর্ণিয়া জেলায় বিমানবন্দর তৈরি করা হবে। এই বিষয়ে কেন্দ্রকে জমি দেবে রাজ্য সরকার। রাজধানীর দিল্লির তালকোটরায় স্টেডিয়ামে অখিল ভারতীয় মিথিলা সঙ্ঘের এক সভায় অংশগ্রহণ করে নীতীশ কুমার এই মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং লোকসভা অধ্যক্ষা সুমিত্রা মহাজন।
মুখ্যমন্ত্রী বলেন, ‘মিথিলা অঞ্চলের ভাষা, শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যকে আরও বেশি উন্নত করার জন্য সবরকমের প্রচেষ্টা করব। পাটনা বিমানবন্দরের নতুন ট্যাঁরমিনালে করে মিথিলার মধুবনি ছবি বসানো হয়েছে।’
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকার ‘উড়ে দেশ কা আম নাগরিক’ প্রকল্পে দেশের সমস্ত মানুষকে বিমানে চড়াতে চাইছে । সেই অনুযায়ী দেশের টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলিতে বিমান পরিষেবা চালু করবে কেন্দ্র। কিন্তু এটা এখনও স্পষ্ট নয় ‘উড়ে দেশ কা আম নাগরিক’ প্রকল্পের মাধ্যমেই দারভাঙ্গা এবং পূর্ণিয়া জেলায় বিমানবন্দর গড়ে তোলা হবে কিনা।