নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.) : সিবিএসই স্কুলে মূল্যবোধের শিক্ষা দেবে রামকৃষ্ণ মিশন | ছাত্র-ছাত্রীদের বেড়েই চলেছে অসহিষ্ণুতা | এবিষয়ে রামকৃষ্ণ মিশনের সঙ্গে গাঁটছড়া বাঁধল সিবিএসই। ষষ্ঠ থেকে অষ্টম বা সপ্তম থেকে নবম শ্রেণি পর্যন্ত তিন বছরের এই ঐচ্ছিক মূল্যবোধ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।
দিনের পর দিন এধরনের ঘটনা বেড়ে চলায় অভিভাবকদের পাশাপাশি উদ্বিগ্ন বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ | ছাত্র-ছাত্রীদের শান্তি, ঐক্য, নম্রতা ও সহযোগিতার পাঠ দিয়ে তাদের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তুলে সুনাগরিক করে তোলার লক্ষ্যে রামকৃষ্ণ মিশনের সঙ্গে গাঁটছড়া বাঁধল সিবিএসই। ষষ্ঠ থেকে অষ্টম বা সপ্তম থেকে নবম শ্রেণি পর্যন্ত তিন বছরের এই মূল্যবোধ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে এই বিষয়টি বাধ্যতামূলক নয়। স্কুলগুলি ইচ্ছা করলে পড়ুয়াদের মূল্যবোধের শিক্ষা দিতে পারে।
সিবিএসই সূত্রে খবর, যে স্কুলগুলি পড়ুয়াদের মূল্যবোধের পাঠ দেবে, তাদের প্রতি বছর ১৬টি পিরিয়ডের ব্যবস্থা করতে হবে। অন্তত তিন বছর ধরে চলবে এই শিক্ষা। প্রথম দু’দিন শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে স্কুলগুলিকেও রামকৃষ্ণ মিশনের সঙ্গে একযোগে কাজ করতে হবে।
সিবিএসই-র পক্ষ থেকে স্কুলগুলিকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘ঐক্য, শান্তি, সহানুভূতি, নম্রতার মতো মূল্যবোধ বিশ্বের সব সমাজের অঙ্গ। সবাই এই মূল্যবোধের গুরুত্ব বুঝতে পেরেছে এবং গ্রহণ করেছে। মূল্যবোধ বাড়ানো, প্রচার করা এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নয়াদিল্লির রামকৃষ্ণ মিশন পড়ুয়া ও শিক্ষকদের জন্য জাগ্রত নাগরিক কার্যক্রম তৈরি করেছে।’