৭ জানুয়ারি রাজ্য সফরে অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ আগামী ৭ জানুয়ারি রাজ্যে আসছেন বিজেপি র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ তিনি রাজ্যে দুটি জনসভায় বক্তব্য পেশ করবেন৷ বিজেপি র সর্বভারতীয় সভাপতি ামিত সাহের পার্তালাপের পর দলের রাজ্য সভাপতি বিল্পবকুমার দেব রবিবার হিন্দুস্তান সমাচার কে জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ৷ তিনি রাজ্যে দুটি জনসভায় ভাষণ দেবেন৷ তবে জনসভার স্থানগুলি এখনও চূড়ান্ত হয়নি৷ বিপ্লবকুমার দেব জানিয়েছেন, ৭ তারিখ রাজ্যে এলেও তাঁর সফর সূচিও এখনও চূড়ান্ত হয়নি৷ ৭ তারিখ তাঁর আগমন শুনিশ্চত হয়েছে মাত্র৷ আপাতত ঠিকি হয়েছে দুদিন রাজ্যে অবস্থান করবেন এবং কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন৷ প্রয়োজনে সফর তিনি দিনেরও হতে পারে৷ তিনি আডও জানান, জনসভায় ভাষণ দেওয়া ছাড়াও অমিত শাহ রাজ্যের বুথস্তরের কর্মীদের নিয়েও বৈঠক করবেন৷ এই বৈঠকে পৃষ্ঠপ্রমুখদেরও উপস্থিত করানো হবে৷ আগামী বিধানসভা নির্বাচনে কার্যকর্তাদের ভূমিকা কী হবে এবং কীবাবে কাজ করতে হবে, এ সব বিষয়ে তিনি তাঁদের টিপস দেবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *