লখনউ, ২৪ ডিসেম্বর(হি.স.): উত্তরপ্রদেশে বিজেপির জয়ের ধারা অব্যহত। উত্তরপ্রদেশের সিকান্দর উপনির্বাচনে জিতে গেল রাজ্যের শাসকদল বিজেপি। সকাল থেকে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে ভোট গণনা শুরু হয় সিকান্দর বিধানসভা কেন্দ্রে। প্রায় ৭০০০ ভোটের ব্যবধানে নিকটতম প্রার্থী সমাজবাদী দলের সীমা সাচানকে পরাজিত করে সিকান্দর বিধানসভা আসনে জয়লাভ করল বিজেপি প্রার্থী অজিত পাল সিং। এই নির্বাচনের তিন নম্বর স্থানে রয়েছে কংগ্রেসের প্রভাকর।
উল্লেখ্য, বিজেপি বিধায়ক মাথুরা প্রসাদ পালের ২২ জুলাই মৃত্যুর পরে এই আসনটি খালি পড়ে ছিল। সেই আসনেই গত ২১ ডিসেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বানে প্রয়াত বিধায়কের ছেলে অজিত পাল সিংকে টিকিট দেয় বিজেপি। প্রবল শীতকে উপেক্ষা করে মোট ৫৩ শতাংশ ভোট পড়ে এই কেন্দ্রে। নির্দলসহ মোট ১২ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। পাশাপাশি এই সিকান্দর বিধানসভা কেন্দ্রের অন্তগর্ত বেহমাইতে ১৯৮১ সালে ২১ জন রাজপুত হত্যা করেছিল ফুলন দেবী ও তার ডাকাত দল। ২০১৭ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির মথুরা প্রসাদ পাল পেয়েছিলেন ৮৭,৮৭৯ ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন বহুজন সমাজবাদী পার্টি মনেন্দ্র কাটিহার। তার প্রাপ্ত ভোট ছিল ৪৯,৭৭৬ ভোট।