বাদাউন, ২৪ ডিসেম্বর (হি.স.): গবাদি পশু বোঝাই একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসে সংঘর্ষে নিহত ১ ও আহত ৬। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাদাউনে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দুর্ঘটনার কারণ জানতে চাইলে উজহানি থানার পুলিশ আধিকারিক রাজীব কুমার শর্মা জানিয়েছেন, অতিরিক্ত কুয়াশার জেরে কম দৃশ্যমানতা তৈরি হয়েছে এবং তার ফলেই এই উত্তরপ্রদেশ পরিবহন নিগমের বাসের সঙ্গে গবাদি পশু বোঝাই গাড়িটির সংঘর্ষের দুর্ঘটনাটি ঘটেছে। তিনি বলেন দুর্ঘটনার ফলে গবাদি পশু বোঝাই গাড়িটি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সূত্রে মৃতের পরিচয় জানতে পারা গিয়েছে। মৃতের নাম সাত্তার (২৭)। ওই ব্যক্তি গবাদি পশু বোঝাই গাড়ির চালক। গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ। এই বিষয়ে মামলা রজু করেছে পুলিশ। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।