শিমলা, ২৪ ডিসেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি বিধায়ক জয়রাম ঠাকুর। রবিবার বিজেপি বিধায়ক মন্ডলীর বৈঠকে ৫২ বছর বয়সী ৫ বারের এই বিধায়কেই বেছে নেওয়া হয় | আগামী ২৭ ডিসেম্বর তিনি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন | শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|
সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের লক্ষে আজ শিমলায় বিজেপির পরিষদীয় দলের সঙ্গে বৈঠকে বসেন জেপি নাড্ডা, মঙ্গল পাণ্ডে, প্রেমকুমার ধুমল ও দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক নির্মলা সীতারমন ও নরেন্দ্র সিংহ তোমর। ওই বৈঠকেই সর্বসম্মতভাবে জয়রাম ঠাকুরের নামে শিলমোহর পড়ে।
এদিন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে জয়রাম ঠাকুরকে বেছে নেওয়া পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ” আমি সবাইতে ধন্যবাদ জানাতে চাই। প্রেমকুমার ধুমলজি আমার নাম প্রস্তাব করেছিলেন। তা সমর্থন করেছেন জেপি নাড্ডা।”
জানা গেছে হিমাচল প্রদেশের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর| উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী | রাজ্যে সরকার গঠন করার আবেদন নিয়ে এদিনই হিমাচল প্রদেশের রাজ্যপাল আচার্য দেব ভ্রাত-এর সঙ্গেও দেখা করে বিজেপির প্রতিনিধি দল|
উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ৬৮ আসনের হিমাচল প্রদেশে ৪৪টি আসনে জয়ী হয়েছে বিজেপি| কিন্তু ভোটে হেরে যান মুখ্যমন্ত্রী পদে বিজেপির প্রথম পছন্দ থাকা প্রেমকুমার ধুমল। এরপরেও বেশ কয়েকজন বিজেপি বিধায়কের সমর্থন ছিল তাঁর সঙ্গে, এমনকী তাঁরা জিতে আসার জন্য তাঁকে নিজেদের আসন ছেড়েও দিতে চান। কিন্তু ধুমল নিজেই মুখ্যমন্ত্রী পদের দৌড় থেকে সরে আসেন। এই পরিস্থিতিতে আজ শিমলায় রাজ্যের পরর্বতী মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হয় জয়রাম ঠাকুরকে ।
জয়রাম ঠাকুর মান্ডি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন । ২০০৮-এ ধুমল সরকারে জয়রাম গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী ছিলেন। ২০০৭-২০০৯-এ রাজ্য বিজেপি সভাপতিও ছিলেন তিনি। হিমাচল বিজেপির কর্মীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত।