দন্ত চিকিৎসকদের সভায় মুখ্যমন্ত্রী, রাজ্যে ঘাটতি থাকলেও চিকিৎসা পরিষেবা মিলছে, গুজরাটে তাও নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ চিকিৎসকদের পেশায় দায়িত্বশীলতা বাড়াতে হবে৷ হাসপাতালে সময়মতো আসা-যাওয়া করার মধ্য দিয়েই পরিষেবা প্রদান হয়না৷ সরকারী হাসপাতালে মানুষকে দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে দেখভাল করতে হবে৷ শনিবার আগরতলা স্টুডেন্ট হোমে দন্ত চিকিৎসকদের বার্ষিক সাধারণ সভায় এমনটাই অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নে রাজ্য সরকারের দৃঢ় অবস্থান তোলে ধরেছেন সুদীর্ঘ বত্তৃণতায় মুখ্যমন্ত্রী৷ বিজেপি’র গুজরাট মডেলকে খোলসা বলে তীব্র সমালোচনায় মুখর হয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রীর মতে, গুজরাটে বড়বড় দালানবাড়ি তৈরী করা হয়েছে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে৷ পর্যাপ্ত চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীর অপ্রতুলতা রয়েছে৷ রাজ্যে ঘাটতি থাকলেও পরিষেবা পাচ্ছেন জনগণ৷ দন্ত চিকিৎসকদের কাজের দিকে আরো বেশী ধৈর্য্যশীল ও সহনশীল হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
তবে, বিভিন্ন সময়ে স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে মানুষের অসন্তোষ প্রশমনে চিকিৎসকদের উদারবাদী হতে না পারার জন্য উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ স্বাস্থ্য দপ্তরকে ঘাটতি অনুসন্ধান করে পরিষেবা উন্নয়নে মনোনিবেশ কতে দন্ত চিকিৎসকদের বার্ষিক সভায় কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *