নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ বিধানসভা ভোটের মুখে আন্দোলনের ঝাঁচ বাড়াচ্ছে প্রদেশ বিজেপি৷ আগরতলা পুর নিগমের পরিষেবায় ক্ষুব্ধ ৭ রামনগর মন্ডল কমিটি শনিবার রাস্তায় মশারি টাঙিয়ে অভিনব আন্দোলন সংগঠিত করেছেন৷ মশা থেকে বাঁচতে শংকর চৌমুহনীতে সারা রাস্তায় মশারির নীচে ঢুকে বিক্ষোভ দেখিয়েছেন মন্ডলের কার্মকর্তারা৷
আগরতলা পুর নিগমের বেহাল পরিষেবাকে পুঁজি করে সরকারের উপর চাপ বাড়ানোর রাস্তায় নামলো বিজেপি৷ অভিযোগ, মশার তান্ডবে নগরবাসীর বাড়ছে সংক্রমক রোগ৷ পারিবারিক মাসিক বাজেট মশার জন্য কমপক্ষে ৭০০ টাকা বরাদ্দ রাখতে হচ্ছে৷ দারিদ্র সীমার নীচে বসবাসকারীদের এই সমস্যা নিরসনে কোন উদ্যোগ নেই বলে তোপ দেগেছেন আন্দোলনকারীরা৷
পুর পরিষদকে পুর নিগমে রূপান্তর করে ওয়ার্ড বিন্যাস করা হয়েছে৷ অভিযোগ, পুর নিগমের প্রশাসন পরিষেবার মান উন্নয়নে কোন ইতিবাচক সাড়া দিচ্ছে না৷ রাস্তায় মশারি টাঙিয়ে মানুষকে আন্দোলন করার জন্য সিপিএমে’র বিরুদ্ধে সুর চড়িয়েছেন ৭ রামনগর মন্ডলের নেতারা৷
পুর নিগম এলাকায় সপ্তাহে দু-দিন মশার ঔষুধ দেওয়া চালু করা, নালা নর্দমাগুলি যথা সময়ে পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং দারিদ্র সীমার নীচে বসবাসকারীদের মশারি প্রদান করার জন্য দাবী জানিয়েছেন বিজেপি’র নেতৃত্বরা৷ ব্যস্ততম রুটে মশারি আন্দোলনে হতবিহ্বল শহরবাসী৷ এই আন্দোলনে নগর এলাকায় প্রশাসনিক ব্যর্থতা উন্মোচিত হয়েছে জনসম্মুখে বলাই বাহুল্য৷ চাপ বাড়বে সরকারে উপর, দাবী রাজনৈতিক পর্যবেক্ষক মহলের৷
2017-12-24