নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ মানিক সরকারের

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২২ ডিসেম্বর ৷৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুক্রবার তীব্র ভাষায় আক্রমণ করেছেন সিপিআইএম এর পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ মানিক সরকারের মতে, মোদীর গুজরাট মডেল ভেস্তে গেছে৷ নলুয়ায় পার্টির শহিদদের স্মরণে আয়োজিত এক জমায়েতে ভাষণ দিতে গিয়ে মানিক সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র উষ্মা প্রকাশ করেন৷ নলুয়ায় শহিদ সমাবেশে পার্টির উচ্চ পদাধিকারীরাও উপস্থিত ছিলেন৷ শুক্রবার আয়োজিত এই শহিদ সমাবেশে মানিক সরকার বলেন, নরেন্দ্র মোদীর গুজরাট মডেল, যটা নিয়ে সারা দেশে ব্যাপক প্রচার অভিযান চালানো হয়েছে তা ফ্লপ করেছে৷ গুজরাট মডেলে মানুষের আর কোনও আস্থা নেই৷ গুজরাটে সাধারণ মানুষের কোনও উন্নতি হয়নি৷ আর গুজরাট বিধানসভা নির্বাচনী ফলাফলে তা প্রমাণ হয়ে গেছে মানিক সরকার আডও বলেন, যে ‘আচ্ছা দিন’ এর কথা বলে নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় এসিেছল তার প্রকৃত ফল কী দাঁড়িয়েছে, দেশের মানুষ তা বুঝতে পারছেন৷ এত জনবিরোধী সরকার ইতোপূর্বে কখনও দেশ পায়নি৷ দেশের মানুষকে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে নিয়ে এসেচে এই সরকার৷ কেন্দ্রীয় সরকার এবং বিদ্মেজপি ত্রিপুরায়ও অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে৷ তবে রাজ্যের মানুষ এর উপযুক্ত জবাব দেবেন৷ শুক্রবারের এই শহিদ সমাবেশে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী এবং অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন৷ অন্যদিকে সিপিআইএম এর উদ্যোগে স্টালিনের ১৩৯ তম জন্ম দিবস পালন করা হয়েছে৷ একই সঙ্গে উদয়পুরে আয়োজিত সিপিআইএম এর জমায়েতে ভাষণ দিয়েছেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক চক্রবর্তী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *