চেন্নাই, ২২ ডিসেম্বর (হি.স.): যান্ত্রিক গোলযোগের কারণে মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ করল কুয়ালা লামপুর গামী প্রাইভেট বিমান| চেন্নাই বিমানবন্দর থেকে অবতরণের পরই প্রাইভেট বিমানে যান্ত্রিক গোলযোগ রয়েছে বুঝতে পারেন পাইলট| কোনওরকম ঝুঁকি না নিয়েই তত্ক্ষণাত্ জরুরি অবতরণ করে বিমানটি| পাইলট এবং ক্রু মেম্বার ছাড়াও বিমানটিতে ১৬৬ জন যাত্রী ছিলেন| প্রত্যেকেই নিরাপদ রয়েছেন এবং যাত্রীদের সমস্ত ধরনের সহায়তা করা হয়েছে|
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়ালা লামপুর গামী প্রাইভেট বিমানটি চেন্নাই বিমানবন্দর থেকে অবতরণের পরই পাইলট বুঝতে পারেন বিমানে যান্ত্রিক গোলযোগ রয়েছে| কোনওরকম ঝুঁকি নেননি তিনি, তত্ক্ষণাত্ জরুরি অবতরণ করে প্রাইভেট বিমানটি| পাইলট এবং ক্রু মেম্বার ছাড়াও বিমানটিতে মোট ১৬৬ জন যাত্রী ছিলেন| প্রত্যেকেই নিরাপদ রয়েছেন|