গুয়াহাটি, ২২ ডিসেম্বর, (হি.স.) : ডাউন ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বগির ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনা শুক্রবার বেলা প্রায় এগারোটা নাগাদ ঘটেছে। এক্সপ্রেসটি শিবসাগরের সফরাই স্টেশনের কাছে এলে আচমকা অগ্নিকাণ্ডের সূচনা হয়।
রেল দফতর সূত্রের খবর, এদিন সকালে একটি বগিতে আগুন ধরলে ক্ষণিকের মধ্যে তা পর-পর তিনটি বগিতে ছড়িয়ে যায়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে হইহুল্লোড়ের সৃষ্টি হয়। ট্রেন অবশ্য সঙ্গে-সঙ্গে দাঁড় করিয়ে দিয়েছেন চালক। ইত্যবসরে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন আপৎকালীন পরিষেবা বাহিনীর জওয়ানরা। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রিত হলেও যাত্রীদের আতংক কাটেনি। যান্ত্রিক গোলযোগের কারণে আগুন লেগেছে বলে রেল দফতরের ধারণা। তবে এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সূত্রটি । অগ্নিকাণ্ডের ফলে কোনও হতহতের খবর পাওয়া যায়নি। ট্রেনটি এখনও শিবসাগরের সফরাই স্টেশন সংলগ্ন এলাকায় আটকে রয়েছে।