আম্মার মৃত্যু তদন্ত : নোটিশ পাঠানো হল শশীকলা এবং অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যানকে

চেন্নাই, ২২ ডিসেম্বর (হি.স.): তামিলন়াডুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার মৃত্যুর তদন্তে নোটিশ পাঠানো হল ভি কে শশীকলা এবং অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ রেড্ডিকে| ২০১৬ সালের ৫ ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতা| আম্মার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছিল তামিলনাড়ু সরকার| মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এ আরুমুঘাস্বামীর নেতৃত্বে গঠিত হয়েছে তদন্ত কমিশন| শুক্রবার আম্মার মৃত্যুর ঘটনায় নোটিশ পাঠানো হল ভি কে শশীকলা এবং অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ রেড্ডিকে|

আর কে নগর উপ-নির্বাচনের প্রাক্কালে বুধবার জয়ললিতার একটি ভিডিও প্রকাশ্যে আনে এআইএডিএমকে নেতা দিনাকরণের সমর্থক তথা দলের বহিষ্কৃত বিধায়ক পি ভেটরিভেল| ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় বসে রয়েছেন আম্মা| পরনে নাইট ড্রেস| মাঝে মাঝে চুমুক দিচ্ছেন ফলের রসে| ২০ ডিসেম্বর ভেটরিভেলের বিরুদ্ধে পুলিশে নালিশ জানান এ ব্যক্তি| এরপরই আম্মার মৃত্যুর তদন্তে নোটিশ পাঠানো হল ভি কে শশীকলা এবং অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ রেড্ডিকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *