নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): বিশেষ সিবিআই আদালতে বেকসুর খালাস হওয়ার পর খুব বেশি উচ্ছ্বসিত হয়ে বোধ হয় ভুল করছেন প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা এবং ডিএমকে সাংসদ কানিমোঝি সহ ১৭ জন অভিযুক্ত| কারণ, টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতের রায়ের বিরুদ্ধে শীঘ্রই উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে| টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বিশেষ সিবিআই আদালতে বেকসুর খালাস হয়েছেন প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা এবং ডিএমকে সাংসদ কানিমোঝি সহ ১৭ জন অভিযুক্তই| বৃহস্পতিবার রায়দানের সময় বিশেষ সিবিআই আদালতের বিচারপতি ও পি সাইনি বলেছেন, ‘টুজি স্পেকট্রাম বন্টনে কোনও দুর্নীতি হয়নি|’
আদালতের রায়দানের পরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তরফে জানানো হয়েছে, বিশেষ সিবিআই আদালতের রায় স্টাডি করার পর এবং নিখুঁত তদন্তের পরই হাইকোর্টের দ্বারস্থ হবে ইডি| এদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-এর তরফে জানানো হয়েছে, সিবিআই-ও বিশেষ সিবিআই আদালতের রায় স্টাডি করে দেখবে| সিবিআই মুখপাত্র অভিষেক দয়াল জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত আমরা সম্পূর্ণ রায় হাতে পাইনি| রায় হাতে পেলেই স্টাডি করা হবে এবং আইনি মতামত গ্রহণ করা হবে| তারপরই পরবর্তী পদক্ষেপ নেওযা হবে|’
টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী| পাটিয়ালা হাউস কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী জানিয়েছেন, ‘সততা প্রমাণ করতে হলে সরকারের উচিত অবিলম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়া|’ অন্যদিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ‘এই রায়কে সম্মানের একটি স্মারক হিসেবে বিবেচনা করা মোটেই উচিত নয় কংগ্রেসের|’ বৃহস্পতিবার সকালে বিশেষ সিবিআই আদালতে বেকসুর খালাস ঘোষণা হওয়ার পর হাসিমুখেই পাতিয়ালা হাউস কোর্ট থেকে বেরিয়ে যান প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা এবং ডিএমকে সাংসদ কানিমোঝি| এই হাসি কত দিন টেকে সেটাই এখন দেখার|