মুখ্যমন্ত্রীর দরবারে আনোয়ারার বাবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ প্যারা-মেডিক্যালের ছাত্রী আনোয়ারা বেগম হত্যাকাণ্ডের এখনও কোনও কিনারা না হওয়ায় বুধবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রয়াতার পিতা৷ কিন্তু লাভ হয়নি৷ মুখ্যমন্ত্রীর সরকারি আবাস থেকে একগ রাশ নিরাশা নিয়ে ফিরেছেন খুনের শিকার মেয়ের বাবা আবদুল্লা আমিন৷ মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে এসে রাজ্য সরাকরের বিরুদ্ধে তীব্র উষ্মা প্রকাশ করেছেন তিনি৷
বুধবার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সাক্ষাৎ করতে যান আনোয়ারা বেগমের বাবা আবদুল্লা আমিন৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করার জন্য আরও আগেই আবেদন করেছিলেন৷ কিন্তু তাঁকে আসতে দেওয়া হচ্ছিল না বলে তিনি অভিযোগ করেছেন৷ তবে শেষপর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সমর্থ হলেও মুখ্যমন্ত্রীর বক্তব্যে তিনি আশ্বস্ত হতে পারেননি বলে সাংবাদিকদের জানিয়েছেন৷
মুখ্যমন্ত্রীর আবাস থেকে বেরিয়ে এসে আবদুল্লা আমিন সাংবাদিকদের বলেন, রাজ্য সরকারের আশ্বাসে এবং রাজ্য পুলিশের তদন্তে আর আস্থা রাখা যাচ্ছে না৷ মুখ্যমন্ত্রীর বক্তব্যও সন্তোষজনক নয়৷
তিনি বলেন, বিচার চাইতে গিয়েও রীতিমতো অপমানিত হতে হয়েছে৷ বারংবার মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মহানির্দেশকের কাছে যেতে বলছিলেন৷ কিন্তু বিগত আট মাসে তদন্তের ফল কী হল তার কোনও জবাব দিতে পরছিলেন না মুখ্যমন্ত্রী৷
তিনি বলেন, তাঁকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছে অভিচুক্ত হত্যাকারীরা৷ পুলিশ একজনকে গ্রেফতার করেছিল৷ সেও এখন জামিনে মুক্ত৷ উপযুক্ত বিচার চেয়ে রাজ্য সরকারের কাছে বারংবার দাবি জানালেও কোনও ফল হচ্ছে না৷ সিবিআই তদন্ত ছাড় কোনও তথ্য প্রকাশিত হবে না৷
তিনি জানান, তাঁর মেয়ের হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য সিবিআই তদন্ত চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন৷ মেয়ে যাতে সুবিচার পায় তার জন্য তিনি সব চেষ্টা চালিয়ে যাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *