নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ এখনও তিনি কংগ্রেসের বিধায়ক৷ তবু বিজেপি-র জোড়া রাজ্য জয়ের মিছিলে শামিল হয়েছেন, নেচেছেন, স্লোগানও দিয়েছেন৷ এত সব দেখেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া সাহস দেখাতে পারছে না কংগ্রেস৷ ত্রিপুরার মোহনপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক রতনলাল নাথ তাঁর নির্বাচনী ক্ষেত্রে বিজেপি’র বিজয় মিছিলে শামিল হয়ে নাচলেন৷ নরেন্দ্র মোদীর পক্ষে অনুগামীদের নিয়ে স্লোগানও দিলেন৷ এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে রতনলাল নাথ বলেন, দেশে এমন সরকারের আরও আগেই আসা প্রয়োজন ছিল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে যে দিশায় নিয়ে যাচ্ছেন, তাই হচ্ছে জগতসভায় ভারতের শ্রেষ্ঠ আসন লাভের পথ৷ তাই দল ও মতের উধের্ব উঠে নরেন্দ্র মোদীকে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইছি৷ বিজেপিতে কবে যোগ দিচ্ছেন, প্রশ্ণের উত্তরে তিনি বলেন, সময়ই সব বলবে৷ সমর্থকরা যা চাইবেন তাই তিনি করবেন৷ সমাজের কল্যাণসাধনে জনপ্রতিনিধি হিসেবে যা করা প্রয়োজন তাই করবেন, জানান কংগ্রেস বিধায়ক৷ উল্লেখ করা যেতে পারে, বিধানসভায় বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকারের পক্ষে সওয়াল করায় আরও আগেই কংগ্রেসের নেতৃত্ব এই প্রবীণ বিধায়ককে কারণ -দর্শানোর নোটিশ দিয়েছিল৷ কিন্তু তিনি তাঁর জবাব দেননি৷ আর কংগ্রেস তাঁকে বহিস্কার করেননি৷ ফলে এখনও তিনি কংগ্রেস বিধায়ক হিসাবেই আছেন৷
2017-12-21