জোটের ডালা নিয়ে কাল রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে জোট গঠনের লক্ষ্যে আর বেশি সময় নিতে চাইছে না দলের সর্বভারতীয় নেতৃত্ব৷ ত্রিপুরায় বিভিন্ন উপজাতি-ভিত্তিক আঞ্চলিক দলের সঙ্গে জোট গঠনের লক্ষ্যে অচিরেই আলোচনা শুরু হচ্ছে৷ বিজেপি-র রাজ্য সভাপতি বিপ্লবকুমার দেব জানিয়েছেন, গতকাল গুয়াহাটিতে উত্তর -পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সংগঠনমন্ত্রী অজয় জামুয়ালের সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক হয়েছে৷ সে অনুযায়ী চলতি সপ্তাহেই বিজেপি’র এক প্রতিনিধি দল রাজ্য সফরে আসছেন৷ তিনি বলেন, বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামমাধবের নেতৃত্বে একটি দল রাজ্যে আসছে৷ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিল দলে অসমের অর্থমন্ত্রী তথা নেডা’র আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মাও থাকবেন৷ চলতি সপ্তাহেই তাঁরা রাজ্যে আসবেন এবং জোট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন৷ তিনি জানান, প্রকৃত বাম বিরোধী সমস্ত দলগুলিকে বিজেপি’র সঙ্গে আসার আহ্বান জানানো হয়েছে৷ ইতিমধ্যেই কয়েকটি আঞ্চলিক দল তাতে সায়ও দিয়েছে৷ সরাসরি বিজেপি’র সঙ্গে তারা জোট বন্ধ হয়ে বামফ্রন্ট সরকারকে হটাতেও চাইছে৷ ফলে দ্রুত জোটের বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাইছে বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব৷ উল্লেখ্য করা যেতে পারে, আইএনপিটি, এনএসপিটি এবং আইপিএফটির একটি অংশ বিজেপি’র সঙ্গে জোট গঠনের ইচ্ছা প্রকাশ করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *