ধরমশালা, ১৯ ডিসেম্বর (হি.স.): হিমাচলপ্রদেশে নিজেদের ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। বিজেপির কাছে নির্বচনী লড়াইয়ে রীতিমতো পর্যদুস্থ হতে হয়েছে তাদের। তাই মঙ্গলবার নিজের পদত্যাগপত্র রাজ্যপাল আচার্য দেবরথের কাছে জমা দিলেন কংগ্রেসের বিদায়ী মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। এই উপলক্ষ্যে মঙ্গলবার নিজের পদত্যাগপত্র নিয়ে রাজভবনে যান বীরভদ্র সিং। রাজ্যপাল আচার্য দেবরথ কংগ্রেসের বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করেন এবং অনুরোধ করেন নতুন সরকারের শপথগ্রহণ না নেওয়া পর্যন্ত তদারকি সরকার হিসেবে কাজ চালিয়ে যেতে। অন্যদিকে সূত্রের দাবি রাজ্যের চারবারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং বয়স জনিত কারণে আর হয়তো সক্রিয় রাজনীতি করবেন না।
উল্লেখ্য, ৬৮ আসন বিশিষ্ট হিমাচলপ্রদেশ বিধানসভায় বিজেপি পেয়েছেন ৪৪ টি আসন এবং কংগ্রেস পেয়েছে মাত্র ২১ টি আসন। অন্যান্যরা পেয়েছেন ৩ টি আসন। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি আর ২ টি আসন পেলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারত বিজেপি। এদিকে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেমকুমার ধুমলের পরাজয়ের ফলে কে বিজেপি মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে শুরু হয়েছে ধোয়াশা। অন্যদিকে হিমাচলপ্রদেশ জেতার ফলে গোটা দেশে ১৯ টি রাজ্যে নিজেদের ক্ষমতা বিস্তার করল বিজেপি।