গুজরাট ও হিমাচলের ফলাফলে ত্রিপুরায় বিজেপির পালে হওয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷  দুই রাজ্যের নির্বাচনী ফলাফলে উৎসাহিত রাজ্য বিজেপি-র নেতা কর্মীরা৷ গুজরাটে প্রত্যাবর্তন আর

গুজরাট ও হিমাচলে দলের জয়ের প্রেক্ষিতে সোমবার আগরতলায় বিজেপি কর্মী সমর্থকদের বিজয় উল্লাস ও মিছিল৷ ছবি নিজস্ব৷

হিমাচল প্রদেশে পরিবর্তনের হাওয়া ত্রিপুরা বিজেপি’র পালে লাগার সম্ভাবনা দেখা দিয়েছে৷ ফলাফল ঘোষণা শুরু হতেই আগরতলায় বিজেপি’র প্রদেশ কার্যালয়ে ভিড় বাড়তেক থাকে৷ উপস্থিত নেতাদের সকলেরই বক্তব্য ছিল এবার লক্ষ্য ত্রিপুরা৷ গুজরাটে আসন সংখ্যা হ্রাস পেলেও রাজ্য নেতাদের দাবি, ভোটের হার বেড়েছে৷ ত্রিপুরায় একা শক্তিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি৷ ফলাফলের গতি প্রকৃতি দেখে বিজেপি -র সর্বভারতীয় সম্পাদক তথা রাজ্য প্রভারী সুনীল দেওধর বলেন, দেশে মোদী সরকারের পক্ষে হাওয়া বইছে৷ ত্রিপুরায় বিজেপি -র নয়, জনতা জনার্দনের সরকার হবে৷ কারণ বর্তমান সরকার জনগণকে রুষ্ট করে ক্ষমতায় টিকে আছে৷ তিনি বলেন, বিজেপি ত্রিপুরায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে৷ সিপিআইএম এর দিন শেষ৷ উন্নয়নের প্রশ্ণে শুধু ত্রিপুরাই নয় দেশের আপাময় জনগণ এখন নরেন্দ্র মোদীর বিকল্প চিন্তাই করতে পারছেন না৷ ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের জন্য সমস্ত উন্নয়ন প্রকল্পগুলি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না৷ অন্যদিকে রাজ্য বিজেপি’র সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, এই ফলাফল প্রত্যাশিত ছিল৷ আবার প্রমাণ হল, নরেন্দ্র মোদী সরকারের উপর দেশবাসীর দৃঢ় বিশ্বাস রয়েছে৷ দেশের সর্বপ্রান্তে একই অবস্থা তৈরী হচ্ছে৷ তিনি আরও বলেন, ত্রিপুরায় তিন দফায় নির্বাচনী প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ত্রিপুরায় ক্ষমতাসীন সিপিআইএম এর বেশ কয়েকজন নেতা, বিধায়ক এবং পুরনো ক্যাডার এখন বিজেপিতে আসতে চাইছেন৷ উপযুক্ত সময় তাঁদের  বিজেপিতে শামিল করা হবে৷ অন্যদিকে বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মণ বলেন, এই জয় নরেন্দ্র মোদীর জয়৷ গুজরাটে আসন সংখ্যা হ্রাস পেলেও প্রাপ্ত ভোটের হার বৃদ্ধি পেয়েছে৷ রাজ্যেও এর প্রভাব  পড়বে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপরে দেশবাসীর আস্থা বাড়ছে৷ দুই রাজ্যের ফলাফলে সমালোচকদের উপযুক্ত শিক্ষা মিলবে৷ একইসঙ্গে ত্রিপুরার জনসাধারণের ভালো সময় আসছে৷ উৎসাহিত বিজেপি নেতারা আজ আগরতলা-সহ সারা রাজ্যে উৎসবের আয়োজন করছেন৷ অন্যদিকে প্রতিপক্ষ দলগুলির মধ্যেও এর বিরূপ প্রভাব পরিলক্ষিত হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *