পরবর্তী লক্ষ্য ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম, জানালেন অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর৷৷ দেশের ১৪টি রাজ্যে বিজেপি মুখ্যমন্ত্রী রয়েছে৷ জোট বেঁধে মোট দেশের ১৯টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে৷ তাই হিমাচল প্রদেশ এবং গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফলে জয় নিশ্চিত হতেই বিজেপির আগামী লক্ষ্য ত্রিপুরা সহ মেঘালয় ও মিজোরাম, জানালেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সাংবাদিক সম্মেলনে দৃঢ় প্রত্যয়ের সাথে ঘোষণা দেন ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরামে বিজেপি সরকার গড়বেই৷ সাথে জানান, কর্ণাটকেও সরকার গঠন করা এখন বিজেপির অন্যতম লক্ষ্য৷

এদিন অমিত শাহ বলেন, দেশের ১৪টি রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছেন৷ দক্ষতার সাথে ঐ রাজ্যগুলির সরকার পরিচালনা করছে বিজেপি৷ শুধু তাই নয়, আরো পাঁচটি রাজ্যে জোট গঠন করে বিজেপি সরকার চালাচ্ছে৷ তাই, পরবর্তী লক্ষ্য পূর্বোত্তরে তিনটি রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম৷ শাহ বলেন, হিমাচল প্রদেশ ও গুজরাটে জয়ী সুবাদে বিজেপির মনোবল অনেক বেড়েছে৷ তিনি জোর গলায় দাবি করেন, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরামে বিজেপি সরকার গঠন করবেই৷ বর্তমানে পূর্বোত্তরে অরুণাচল প্রদেশ, আসাম এবং মণিপুরে বিজেপির সরকার রয়েছে৷ বাকি রাজ্যগুলিতেও সরকার গঠনে বিজেপি আপ্রাণ চেষ্টা করবে৷ তাতে, ধারণা করা হচ্ছে ২০১৮ বিধানসভা নির্বচনে রাজ্যে বামফ্রন্টের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *