মুম্বই, ১৮ ডিসেম্বর (হি.স.) : কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রশাংসায় পঞ্চমুখ হল শিবসেনা। গুজরাটে বিজেপি কাছে হেরে গেলেও আগের নির্বাচনগুলির তুলনায় আসন বাড়িয়েছে কংগ্রেস। আর সেই প্রসঙ্গে কংগ্রেস সভাপতির প্রশাংসায় পঞ্চমুখ হল শিবসেনার দলীয় মুখপত্র সামনা। দলের রাজনৈতিক মুখপত্র সামনা পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়, ‘খুব গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছেন এবং পরাজয়ের তোয়াক্কা না করে রাহুল গান্ধী এই নির্বাচনে নেমেছিলেন। তাই তাঁকে শুভেচ্ছা জানাতে কোনও আপত্তি নেই।’ সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, ‘রাহুল গান্ধীর এই আত্মবিশ্বাসই তাকে আগামীদিনে আরও বেশি উন্নত করবে।’
অন্যদিকে, নাম না করে শরিক বিজেপির বিরুদ্ধে তোপ দেগে শিবসেনার সামনা পত্রিকায় বলা হয়েছে, ‘যারা মনে করে বিগত ৬০ বছরে দেশের কোন উন্নতি হয়নি। যারা মনে করে কেবলমাত্র বিগত তিন বছরে দেশের উন্নতি হয়েছে। তারা বোকামির চূড়ান্ত শিখরে পৌছে গিয়েছে।’
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই শরিক বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্ক একেবারে তোলানিতে চলে গিয়েছে। যে কোন সময় জোট ছেড়ে বেরিয়ে যেতে পারে শিবসেনা। কিন্তু কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠা থাকার কারণ শিবসেনা বেরিয়ে গেলেও বিজেপির সরকার চালাতে কোন অসুবিধা হবে না। পাশাপাশি কংগ্রেস সভাপতিকে জন্য সতর্কবানীও শোনায় শিবসেনা। সামনায় দাবি করা হয়েছে রাহুল গান্ধীর হাতেই রয়েছে কংগ্রেসের উত্থান ও পতন।