মুম্বই, ১৮ ডিসেম্বর (হি.স.) : গুজরাট ও হিমাচলপ্রদেশে বিজেপি জয়ের দোরগোড়ায় পৌঁছাতেই ফের বাড়ল শেয়ার বাজার। সোমবার বাজার খোলার শুরুতেই সেনসেক্সের পতন হয়। মুম্বই স্টক এক্সচেঞ্জে ৮৫০ পয়েন্ট কমে ৩২, ৫৯৫ পয়েন্টে দাঁড়ায়। যদিও সকাল ১১টা নাগাদ ফের ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার। ৩২, ৫৯৫ থেকে সেনসেক্স হয় ৩৩,৭১৩। আগের থেকে ২৫০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। নিফটি বেড়ে হয় ১০,৪০০ পয়েন্টে। এদিন সকালে বাজার খুলতেই কমে যায় ডলারের তুলনায় টাকার দামও। ৬৮ পয়সা কমে যায়। পরে ফের ৬২ পয়সা দাম বাড়ে।
সোমবার সকাল থেকে চলছে গুজরাটের ১৮২ টি বিধানসভা কেন্দ্রের ও হিমাচলপ্রদেশের ৬৮ টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা| এদিন গুজরাতে দ্বিতীয় রাউন্ড-এর গণনা শুরু হতে বিজেপিকে পিছিয়ে ফেলে এগিয়ে যায় কংগ্রেস। এমনকী একবার তফাত বেড়ে দাঁড়ায় কংগ্রেসের পক্ষে ৮৫, বিজেপির ৭৫। পরিবর্তনের ইঙ্গিত পেয়ে হুড়হুড়িয়ে সে সময় পড়তে থাকে সেনসেক্স, নেমে যায় ৮৬৭.৩৪ পয়েন্ট। শেয়ার বিক্রি করে দিতে থাকেন ব্যবসায়ীরা। নিফটিও পড়ে যায় ২৫৮.৪৫ পয়েন্ট। শেয়ার বাজার সংক্রান্ত একটি ওয়েব সাইট জানিয়েছে, সকাল ৯টা ২৭ নাগাদ সব সেক্টরেই সূচক পড়েছে। অটো, ব্যাঙ্ক, মেটাল, রিয়েলেটি, আইটি, এফএমসিজি-র সূচক এক থেকে তিন শতাংশ কমেছে। দাম কমেছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইওসি, আইটিসি, আদানি পোর্ট, টাটা মোটর্স, বাজাজ ফাইন্যান্স, ভেদান্ত ও এসবিআই-র শেয়ারের।
যদিও বেলা বাড়তেই দুইটি রাজ্যেই এগিয়ে আছে বিজেপি| এই মুহুর্তে গুজরাটে ১১০টি আসনে এগিয়ে বিজেপি এবং ৭০টি আসনে এগিয়ে কংগ্রেস। অন্যদিকে হিমাচালপ্রদেশে ৪৩টি আসনে এগিয়ে বিজেপি এবং কংগ্রেস ২১টি আসনে এগিয়ে | এদিন ভোটের ফল ঘুরতেই পরে অবশ্য ঘুরে দাঁড়াল সেনসেক্সও | সকাল ১১টা নাগাদ ফের ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার। ৩২, ৫৯৫ থেকে সেনসেক্স হয় ৩৩,৭১৩। আগের থেকে ২৫০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। নিফটি বেড়ে হয় ১০,৪০০ পয়েন্টে। এদিন সকালে বাজার খুলতেই কমে যায় ডলারের তুলনায় টাকার দামও। ৬৮ পয়সা কমে যায়। পরে ফের ৬২ পয়সা দাম বাড়ে।বেড়েছে টাকার দামও |