আমি সন্তুষ্ট, ভোটের ফল নিয়ে প্রতিক্রিয়া রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): আমি সন্তুষ্ট৷ অসন্তুষ্ট নই৷ গুজরাট ও হিমাচলপ্রদেশে বিজেপিকে টক্কর দিলেও দুটি রাজ্যেই ক্ষমতায় আসছে বিজেপি৷ এই অবস্থায় নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা বলেন জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী

সোমবার সকাল থেকে চলছে গুজরাটের ১৮২ টি বিধানসভা কেন্দ্রের ও হিমাচলপ্রদেশের ৬৮ টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা | এই মুহুর্তে গুজরাটে ১০৪টি আসনে এগিয়ে বিজেপি এবং ৭৫টি আসনে এগিয়ে কংগ্রেস। অন্যদিকে হিমাচালপ্রদেশে ৪২টি আসনে এগিয়ে বিজেপি এবং কংগ্রেস ২২টি আসনে এগিয়ে | শতাংশের বিচারে ৪৯ শতাংশ ভোট পেয়েছে বিজেপি, ৪১ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস| গুজরাটের শহরাঞ্চলে ৩৯টি আসনের মধ্যে সাতটি আসনে জয়ী কংগ্রেস | এই অবস্থায় নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেন আমি সন্তুষ্ট৷ অসন্তুষ্ট নই৷
দু’দিন হল তিনি জাতীয় কংগ্রেসের প্রধান পদে এসেছেন। সেই পদে আসার পর সোমবারেই প্রথম পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে। গুজরাটের ফলে তাই তাঁর টেনশন থাকার কথা সবচেয়ে বেশি। কিন্তু এদিনও নিজের রোজকার অভ্যাস পাল্টাননি রাহুল গান্ধী। নির্বাচনের ফল নিয়ে সকাল থেকে নাকি একটুও উদ্বেগে ছিলেন না রাহুল। বরং অনেক স্বাভাবিক ভাবেই দেখা গিয়েছে তাঁকে।

রোজই সকালে উঠে শরীরচর্চা করা তাঁর অভ্যাস। এদিনও ভোরে উঠে শরীরচর্চা করেছেন তিনি। তাঁরই এক সঙ্গী জানিয়েছেন, রবিবার রাতে অনেকক্ষণ পর্যন্ত দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেছিলেন তিনি। তারপর খেতে খেতে প্রায় রাত ১ টা বেজে গিয়েছিল। ফলে অনেকরাতে বিশ্রামে গিয়েছিলেন তিনি। তাই সকালে শরীরচর্চা আরও প্রয়োজন হয়ে পড়েছিল। তাই সকালে উঠে আগে শরীরচর্চা সেরেছেন রাহুল। এরপর বসেছেন টিভির সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *