মুম্বই, ১৮ ডিসেম্বর (হি.স.): মুম্বইয়ের সাকি নাকা-কুরলা এলাকায় স্ন্যাক্স-এর দোকানে বিধ্বংসী আগুন লেগে আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে এবং দোকানের একাংশ চাপা পড়ে মৃত্যু হল অন্তত ১২ জন কর্মীর| অগ্নিকাণ্ডের ঘটনায় জখম হয়েছেন আরও ৪ জন| সোমবার ভোর ৪.১৭ মিনিট নাগাদ সাকি নাকা-কুরলা এলাকায় খয়রানি রোডে অবস্থিত মাকারিয়া কম্পাউন্ডের একটি স্ন্যাক্সের দোকানে বিধ্বংসী আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দোকানের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে| সেই সময় বেশ কয়েকজন কর্মী ধ্বংসস্তূপে চাপা পড়ে যান| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন, চারটি জলের ট্যাঙ্কার ও বিশাল পুলিশ বাহিনী| ধ্বংসস্তূপ থেকে ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই ১২ জনের মৃত্যু হয়েছে| গুরুতর জখম অবস্থায় ৪ জনকে উদ্ধার করে রাজাওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|
বৃহন্মমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডিজাস্টার ম্যানেজমেন্টের এক আধিকারিক জানিয়েছেন, সোমবার ভোর ৪.১৭ মিনিট ফোন করে অবহিত করা হয় সাকি নাকা-কুরলা এলাকায়খয়রানি রোডে অবস্থিত মাকারিয়া কম্পাউন্ডে, লক্ষ্মীনারায়ণ মন্দিরের সন্নিকটে ভানু ফারসান স্ন্যাক্স-এর দোকানে বিধ্বংসী আগুন লেগেছে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোকানটির একাংশ| সেই সময় বেশ কয়েকজন ধ্বংসস্তূপে চাপা পড়ে যান| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন, চারটি জলের ট্যাঙ্কার ও বিশাল পুলিশ বাহিনী| ধ্বংসস্তূপ থেকে ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই ১২ জনের মৃত্যু হয়েছে| গুরুতর জখম অবস্থায় ৪ জনকে উদ্ধার করে রাজাওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে|
মুম্বই ফায়ার ব্রিগেডের আধিকারিক পি এস রাহাঙদালে জানিয়েছেন, সোমবার ভোরে প্রথমে গ্রাউন্ডে ফ্লোরে আগুন লাগে| মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে| সেই সময় দোকানের ভিতরে ঘুমিয়েছিলেন বেশ কয়েকজন কর্মী| ধোঁয়া এবং অত্যধিক গরমের কারণে আচমকাই ভেঙে পড়ে দোকানের একাংশ| ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান বেশ কয়েকজন কর্মী| পুলিশ ও দমকল কর্মীদের চেষ্টায় ধ্বংসস্তূপ থেকে ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই ১২ জনের মৃত্যু হয়েছে| গুরুতর জখম অবস্থায় ৪ জনকে উদ্ধার করে রাজাওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছেন|