সকালে থেকে ভোটের ফলের সঙ্গে পাল্লা দিয়ে নামছে-উঠছে শেয়ার বাজার

মুম্বই, ১৮ ডিসেম্বর (হি.স.): গুজরাটে ভোটে বিজেপিকে পিছনে ফেলে কংগ্রেস এগিয়ে যেতেই পড়ল শেয়ার বাজার। সোমবার ভোট গণনার দ্বিতীয় রাউন্ড শুরু হতে বিজেপিকে পিছিয়ে ফেলে এগিয়ে যায় কংগ্রেস। সঙ্গে সঙ্গে এক লাফে ৮৬৭ পয়েন্ট পড়ে গেল সেনসেক্স। ডলারের তুলনায় টাকার দাম পড়ল ৬৮ পয়সা। পরে অবশ্য ঘুরে দাঁড়াল সেনসেক্স | বাড়ল ১৬২ পয়েন্ট | বেড়েছে টাকার দামও |

সোমবার সকাল থেকে চলছে গুজরাটের ১৮২ টি বিধানসভা কেন্দ্রের ও হিমাচলপ্রদেশের ৬৮ টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা| এদিন গুজরাতে দ্বিতীয় রাউন্ড-এর গণনা শুরু হতে বিজেপিকে পিছিয়ে ফেলে এগিয়ে যায় কংগ্রেস। এমনকী একবার তফাত বেড়ে দাঁড়ায় কংগ্রেসের পক্ষে ৮৫, বিজেপির ৭৫। পরিবর্তনের ইঙ্গিত পেয়ে হুড়হুড়িয়ে সে সময় পড়তে থাকে সেনসেক্স, নেমে যায় ৮৬৭.৩৪ পয়েন্ট। শেয়ার বিক্রি করে দিতে থাকেন ব্যবসায়ীরা। নিফটিও পড়ে যায় ২৫৮.৪৫ পয়েন্ট।
শেয়ার বাজার সংক্রান্ত একটি ওয়েব সাইট জানিয়েছে, সকাল ৯টা ২৭ নাগাদ সব সেক্টরেই সূচক পড়েছে। অটো, ব্যাঙ্ক, মেটাল, রিয়েলেটি, আইটি, এফএমসিজি-র সূচক এক থেকে তিন শতাংশ কমেছে। দাম কমেছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইওসি, আইটিসি, আদানি পোর্ট, টাটা মোটর্স, বাজাজ ফাইন্যান্স, ভেদান্ত ও এসবিআই-র শেয়ারের।

যদিও বেলা বাড়তেই দুইটি রাজ্যেই এগিয়ে আছে বিজেপি| এই মুহুর্তে গুজরাটে ১০৮টি আসনে এগিয়ে বিজেপি এবং ৭২ টি আসনে এগিয়ে কংগ্রেস। অন্যদিকে হিমাচালপ্রদেশে ৪৩টি আসনে এগিয়ে বিজেপি এবং কংগ্রেস ২১ টি আসনে এগিয়ে | এদিন ভোটের ফল ঘুরতেই পরে অবশ্য ঘুরে দাঁড়াল সেনসেক্সও | বাড়ল ১৬২ পয়েন্ট | বেড়েছে টাকার দামও |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *