নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৭ ডিসেম্বর৷৷ ঊনকোটি জেলার পুলিশ সুপারের অফিসের একটি মেশিন খারাপ থাকায় আন্তর্জাতিক পার্সপোর্টের আবেদনকারীরা নায্য অধিকার থাকে৷ কয়েকজন হজযাত্রী হয়ত এবার পবিত্র মক্কায় ধর্মীয় সফর থেকে বঞ্চিত হতে পারেন৷ এই অবস্থায় সমস্যার সমাধান না হলে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীরা৷
আন্তর্জাতিক পাসপোর্ট পেতে শত শত নাগরিক আবেদন করেছেন৷ কৈলাসহরে এই সময়ে আবেদনকারীদের মধ্যে কয়েকজন হজযাত্রীও রয়েছেন৷ ফি-জমা দিয়ে আবেদন পত্র জমা, থানা, এসডিপিও অফিসের ভেরিফিকেশন শেষ হওয়ার পর আবেদন পত্রগুলো জমা রয়েছে পুলিশ সুপারের অফিসে৷ দুমাস ধরে পড়ে রয়েছে৷ এর ফলে যারা বিদেশে কাজে কিংবা বেড়াতে যেতে আগ্রহী তারাও বিপাকে পড়েছেন৷ জানা গেছে, কয়েক জন হজযাত্রী পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন৷ নির্দিষ্ট সময়ের মধ্যে পাসপোর্ট না পেলে এই ধর্মীয় সংখ্যালঘু নাগরিকরা এবার হজযাত্রা থেকে বঞ্চিত হবেন৷ প্রশ্ণ হল জেলার গুরুত্বপূর্ণ অফিসে মেশিন নষ্ট হওয়ার কারণে নাগরিকদের দুর্ভোগ পোহাতে হবে কেন? এই সরকারের আমলে মানুষের স্বার্থে কাজের জন্য টাকার অভাব হবেনা এটাই ছিল মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি৷ এরপর ও এই অচলাবস্থা চলছে এটা কেন মেনে নেবেন সাধারণ নাগরিকরা৷ আগরতলায় পাসপোর্ট অফিস চালু হওয়ার পর পাসপোর্টের কাজ দ্রুতগতিতে হওয়ার কথা৷ কিন্তু বাস্তবে তা হচ্ছে না৷ এর মধ্যে ঊনকোটি জেলার আরক্ষা প্রশাসনের উদাসীনতা আগ্রহীদের ধৈর্য্যচ্যুতি ঘটাচ্ছে, এর দায় নেবে?
2017-12-18