ইসলামাবাদ, ১৭ ডিসেম্বর (হি.স.) : গুপ্তচরবৃত্তির অভিযোগে পাক জেলে বন্দি প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবের স্ত্রী ও মায়ের ভিসার আবেদন গ্রহণ করেছে পাকিস্তান। রবিবার পাকিস্তান বিদেশ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে | যদিও ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সঙ্গে দেখা করতে দেওয়ার আর্জি খারিজ করে দিয়েছে পাকিস্তান |
এদিন পাক বিদেশ দফতরের মুখপাত্র মহম্মদ ফয়সল ট্যুইট করে জানিয়েছেন, মানবিকতার কারণে কুলভূষণের স্ত্রী ও মায়ের ভিসার আবেদন গ্রহণ করা হয়েছে। তাঁদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কতদিনের মধ্যে কুলভূষণের সঙ্গে দেখা করার জন্য তাঁর স্ত্রী ও মা পাকিস্তানে যাওয়ার অনুমতি পাবেন, সেটা জানাননি ফয়সল। এর আগে ২৫ ডিসেম্বর কুলভূষণ যাদবের সঙ্গে তাঁর স্ত্রী ও মাকে দেখা করার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।