সামশেরগঞ্জ, ১৭ ডিসেম্বর (হি.স.) : এক লাখ টাকার জালনোট উদ্ধার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। সবগুলি নতুন পাঁচশো টাকার নোট। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। জাল নোটগুলি ঝাড়খন্ডের সাহেবগঞ্জ নিয়ে যাওয়া হত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে। রবিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করে পুলিশি হেপাজতের নেওয়ার আবেদন জানাবে বলে জানিয়েছে সামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম আকবর আলি, আবু তাহের ও সাত্তার শেখ। প্রথম দু’জন সুতি থানা এলাকার বাসিন্দা। সাত্তার শেখের বাড়ি ঝাড়খন্ডের সাহেবগঞ্জে। সামশেরগঞ্জ থানার ওসি অমিত ভগত বলেন, এরআগে এই জেলায় কোথাও পাঁচশো টাকার জালনোট উদ্ধার হয়নি।
গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার রাতে ধুলিয়ান ফেরি ঘাটে আড়ি পাতে সামশেরগঞ্জ থানার পুলিশ। নৌকা থেকে তিন পাচারকারী নামতেই তাদের পাকড়াও করে পুলিশ। তল্লাশি চালিয়ে তিনজনের কাছ থেকে এক লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়। সবগুলি নতুন পাঁচশো টাকার নোট বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তিনজনকে গ্রেফতার করে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, বাংলাদেশ থেকে মালদা হয়ে জালনোটগুলি সাহেবগঞ্জ পাচার করা হত। তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায়। নোটবন্দির পর থেকে কয়েক কোটি টাকার জাল নোট উদ্ধার হয়েছে। কিন্তু এর আগে পাঁচশো টাকার জাল নোট উদ্ধার হয়নি। পাঁচশো টাকার জাল নোট ঢুকতে শুরু করায় উদ্বিগ্ন জেলা পুলিশ।