মথুরা, ১৭ ডিসেম্বর (হি.স.) : এবার উত্তরপ্রদেশে গীতা গবেষণা কেন্দ্র তৈরি করবে রাজ্য সরকার। গবেষণা কেন্দ্রটি তৈরি করা হবে মথুরায়। এই বিষয়ে রাজ্য সরকারের তরফে ধর্মীয় কাজ ও সংস্কৃতিমন্ত্রী লক্ষণ নারায়ণ চৌধুরী বলেন, ‘শ্রীকৃষ্ণের যুগে সঙ্গীত, সঙ্গীতের শিল্প সত্বা ও নৃত্য গবেষণা হওয়া দরকার। তাই এই প্রকল্প গ্রহণ করতে চলেছে সরকার।’ মথুরায় সরকারী একটি সংগ্রহশালার ১৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এসে তিনি বলেন, ‘ব্রজ ভাষার মতো মধুর কোন ভাষা হয় না। ঠিক তেমনি কোন শিল্পই মথুরার মতো এত সমৃদ্ধশালী নয়। দুর্ভাগ্যের বিষয়ে এইগুলি সংরক্ষণ বা উন্নীত করার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।উল্লেখ্য, এর আগে রাজ্যের সমস্ত সরকারী ও বেসরকারী স্কুলগুলিতে গীতা ভিত্তিক প্রতিযোগীতার আয়োজন করে উত্তরপ্রদেশ সরকার। প্রতিযোগীতা জেলা এবং রাজ্যস্তরেও আয়োজন করা হয়েছিল। অন্যদিকে গীতা গবেষণা কেন্দ্র হলে নতুন অনেক কিছু জানতে পারা যাবে। এতে সমৃদ্ধশালী হবে ভারতীয় সংস্কৃতি। এই গবেষণা কেন্দ্রের জন্য যাবতীয় পরিকল্পনার গ্রহণ করেছে উত্তরপ্রদেশ সরকার।
2017-12-17