বিশাখাপট্টনম, ১৭ ডিসেম্বর (হি.স.) : ধর্মশালায় ধরাশায়ী হয়েছিল ভারত। মোহালিতে রোহিত শর্মার বিধ্বংস ইনিংসে মাত হয় শ্রীলঙ্কাবাহিনী। রবিবার বিশাখাপট্টনমে সিরিজের ফয়সলায় নামতে চায় টিম ইন্ডিয়া। তাই ভারত-শ্রীলঙ্কা তৃতীয় একদিনের ম্যাচ কার্যত সিরিজের ফাইনাল। ম্যাচ ও সিরিজ জিততে মরিয়া বিরাট কোহলিহীন ভারতীয় দল।মোহালিতে রোহিত অতিমানবিক ডাবল সেঞ্চুরি করেন। শিখর ধবনেরও স্বতস্ফূর্ত ব্যাটিং বিস্ফোরণ দেখা যায়। শ্রেয়স আয়ার দুরন্ত হাফ সেঞ্চুরি করেন। তবে, ধর্মশালার ভরাডুবির কথা মাথায় রেখে সতর্ক রোহিত অ্যান্ড কোম্পানি। ভুল থেকে শিক্ষা নিয়ে শিখছেন ব্যাটসম্যানেরা, বলেছেন ধবন।ভারতের বাঁ হাতি ওপেনার বলেন, ‘এরমধ্যেই অনেক কিছু শিখেছি আমরা। ইডেন টেস্ট ও ধর্মশালার ওয়ান ডে ম্যাচ অনেক কিছু শিখিয়ে গিয়েছে আমাদের। বাউন্সি পিচে আমরা লড়লেও ফলাফল আমাদের পক্ষে যায়নি। মোহালিতে চাপ সামলে ম্যাচ বের করে নিয়েছি আমরা। আশা করি পরের ম্যাচে আরও ভাল খেলব।’ বিশাখাপট্টনমে ফেভারিট টিম ইন্ডিয়াই। তবে, রবিবার ম্যাচের পাল্লা কোন দিকে ঘোরে, সেদিকেই নজর ক্রিকেট মহলের।
2017-12-17