নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিতে আগরতলায় এসেছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মহম্মদ হাসিম৷ তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বেশ কিছু এলাকা আজ ঘুরে দেখেছেন৷ বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার দফতরে আয়োজিত অনুষ্ঠানে আজ তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ এর পর তিনি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন এলাকা পরিদর্শনে যান৷ জিবি হাসপাতালও ঘুরে দেখেন তিনি৷ এই জিবি হাসপাতালেই আহত মুক্তিযোদ্ধা এবং শরণার্থীদের চিকিৎসার ব্যবস্থা হয়েছিল৷ পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতবর্ষের অবদান কখনই ভোলা যায় না৷ বিশেষ করে ত্রিপুরার মানুষরা সেদিন যেভাবে তাঁদের সর্বস্ত দিয়ে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেই ঋৃণ বাংলাদেশ কখনও শোধ করতে পারবে না৷ ত্রিপুরায় এখনও বহু শহিদের সমাধি রয়েছে৷ এ রাজ্যের মানুষই তাদের জমি দিয়েছে৷ তিনি বলেন, দু দেশের মধ্যে যাতায়াত, ব্যবসা বাণিজ্য এবং সাংসৃকতিক আদান প্রদান আরও নিবিড় হওয়া প্রয়োজন৷ শুধু সরকারি স্তরেই নয়, সাধারণ মানুষের মধ্যেও সম্পর্কের আদান প্রদান হওয়া উচিত৷ উল্লেখ করা যেতে পারে, রাজ্যের দুই চিকিৎসক পদ্মশ্রী ডাঃ রথীন দত্ত এবং শল্যচিকিৎসক ডাঃ হেমেন্দুশঙ্কর রায়চৌধুরী জিবি হাসপাতালে আহত মুক্তিযোদ্ধা এবং শরণার্থীদের চিকিৎসায় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন৷ বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মহম্মদ হাসিম বর্তমানে দুদিনের সফরে আগরতলায় রয়েছেন৷
2017-12-17