সেবাধামে বিদ্যুৎ ছিন্ন, সংঘপ্রধানের সুরক্ষায় প্রশ্ণচিহ্ণ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা থেকে ১০ কিলোমিটার দূরে পুরাতন আগরতলার তীর্থক্ষেত্রে চৌদ্দদেবতা বাড়ি সংলগ্ণ সেবাধামে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত তাঁর দ্বিতীয় দিনের কর্মসূচি শনিবার ভোর থেকে শুরু করেছেন৷ সেবাধামের অন্দরে চলছে ধারাবাহিক বৈঠক৷ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্তীয় প্রচারমুখ মনোরঞ্জন প্রধান জানিয়েছেন, অন্যান্য দিনের মতো আজও তিনি ভোরে তাঁর দৈনন্দিন কর্মসূচি শুরু করেন৷ সূর্যোদয়ের পর সেবাধামের ভিতরেই দৈনন্দিন শাখার কার্যক্রম শুরু হয়৷ রীতিনীতি মেনে ধবজ – উত্তোলনের পর সরসংঘচালক প্রণামও হয়৷ প্রার্থনা দিয়ে শাখা শেষ হওয়ার পর সংঘস্থান থেকে এসেই ধারবাহিক বৈঠক শুরু হয়৷ আজ মূলত বৈঠক হচ্ছে সংঘের বিবিধ ক্ষেত্রে কর্মরত সংগঠনমন্ত্রীদের নিয়ে৷ উত্তর পূর্বাঞ্চলের বিবিধ ক্ষেত্রের সংগঠনমন্ত্রীর এখানে উপস্থিত রয়েছেন৷ মূলত সংগঠন মন্ত্রীরা সকলেই সংঘের প্রচারক৷ সংগঠন মন্ত্রীদের সঙ্গে আজ সারাদিন পর্যাক্রমে এই বৈঠক চলবে৷ এদিকে সেবাধাম এবং তৎসংলগ্ণ এলাকাজুড়ে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরী কর াহয়েছে সংঘপ্রধানের জন্য৷ সুরক্ষিজনিত কারণে সেবাধামে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে৷ তবে সেবাধামের শিবমন্দিরের পথ সাধারণের জন্য খোলা রাখা হয়েছে৷
এদিকে, সেবাধামের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হয়েছে৷ এই সেবাধামেই রয়েছেন ত্রিপুরা সফররত আরএসএস প্রধান মোহন ভাগবত৷ আচমকা এভাবে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়ায় সংশ্লিষ্ট বিভিন্ন মহলের ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ এ ঘটনায় আরএসএস প্রধানের নিরপত্তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ সেবাধাম সূত্রে জানা গেছে, তাঁদের কোনও বিদ্যুৎ বিল বকেয়া নেই৷ নিয়মিতভাবেই তা পরিশোধ করা হয়৷ তবে আচমকা কেন বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হল তা এখনও স্পষ্ট বোঝাযাচেছ না৷ ইতিমধ্যে বিদ্যুৎ নিগমে বিষয় সম্পর্কে অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে৷ এদিকে বিদ্যুৎ নিগমের স্থানীয় আধিকারিককে জিজ্ঞাসা করা হলে তিনি অবশ্য বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমনটা করা হয়নি৷ ওই এলাকায় বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থায় কিছু গোলযোগ দেখা দিয়েছে তাই এই সমস্যা সৃষ্টি হয়েছে৷ দ্রত তা সারাইয়ের কাজ চলছে৷ যথা সম্ভব তাড়াতাড়ি সেবাধামে বিদ্যুৎ পরিষেবা বহাল করা হবে বলেও তিনি জানান৷
2017-12-17