আমার ভূমিকা এখন অবসর নেওয়া, মন্তব্য বিদায়ী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): ‘আমি এবার অবসর নেব| আমার ভূমিকা এখন হল অবসর নেওযার|’ কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধীর অভিষেক হওয়ার ঠিক একদিন আগে এমনই মন্তব্য করলেন রাহুল গান্ধীর মা তথা বিদায়ী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| ইতিমধ্যেই সর্বসম্মতিক্রমে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী| ১৬ ডিসেম্বর, শনিবার কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব সামলাবেন সোনিয়া তনয়| তার ঠিক এক দিন আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদায়ী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, ‘এখন আমার ভূমিকা হল অবসর নেওয়া|’
চলতি মাসের ১১ তারিখ সর্বসম্মতিক্রমে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী| কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধীর বিরুদ্ধে কেউই মনোনয়ন জমা দেননি| কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল গান্ধী দায়িত্ব নেবেন শনিবার| একই সঙ্গে অবসান হবে সোনিয়া যুগের| উল্লেখ্য, গত ১৯ বছর ধরে কংগ্রেস সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন ৭১ বছর বয়সি সোনিয়া গান্ধী| এবার সেই দায়িত্ব সামলাবেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী| উল্লেখ্য, ১৯৯৭ সালে ক্যালকাটা প্লেনারি সেশনে প্রাথমিক সদস্য হিসেবে হিসেবে যোগদান করেন সোনিয়া গান্ধী| তিনি কংগ্রেস সভানেত্রী নির্বাচিত হন ১৯৯৮ সালে| সেই থেকে কংগ্রেস সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *