নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৪ ডিসেম্বর৷৷ উদয়পুর থেকে আগরতলা গামী ট্রেনের ধাক্কায় প্রান হারালেন ৪৫ বছর বয়সী এক মহিলা৷ নাম জামিলা খাতুন বিবি৷ ঘটনা উত্তর শালগড়া গ্রাম পঞ্চায়েতের ঘোড়া টিলা এলাকায়৷ প্রত্যক্ষ দর্শীরা জানান, সকাল প্রায় সারে আটটা নাগাদ তীব্র গতিতে ধেয়ে আসা ট্রেনটি ছিটকে ফেলে দেয় লাইনে দাঁড়িয়ে থাকা জমিলা খাতুনকে৷ প্রায় ৩০/৪০ হাত দুরে পরে থাকে তার মরদেহ৷ ছুটে আসেন এলাকার শত মানুষ৷ তারা জানিয়েছেন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন জমিলা৷ এর আগেও বহু বার ট্রেন দাঁড় করানোর চেষ্টা করেছিলেন৷ জমিলার এক ছেলে ও এক মেয়ে রয়েছে৷ স্বামী আব্দুল মালেক দিন মজুর৷ খবর পেয়ে আর কে পুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ উল্লেক্য এই ঘটনায় ট্রেনের যাত্রা পথের কোন বেঘাত ঘটেনি৷ যথা সময়েই আগরতলা পৌঁছে গেছে ট্রেন৷
2017-12-15