নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ আগরতলা পুর নিগমের কংগ্রেস পরিচালিত ৩ নম্বর ওয়ার্ড পরিচালিত হচ্ছে শাসক দলের অঙ্গুলি হেলনে৷ পুর পারিষদ মিলন দাস শারীরিক অসুস্থতায় ওয়ার্ড অফিসে দীর্ঘদিন অনুপস্থিত৷ স্থানীয়রা সরকারী সুযোগ সুবিধা বঞ্চিত৷ এই অভিযোগ তোলে বড়জলা বিজেপি মন্ডল আন্দোলনে সরব হয়েছে৷ বুধবার সকাল থেকেই ক্ষুব্ধ মন্ডলের কার্যকর্তারা ওয়ার্ড ঘেরাও এবং বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়৷ বড়জলা বিজেপি মন্ডলের একটি প্রতিনিধি দল ওয়ার্ড সেক্রেটারীর হাতে দাবী সম্বলিত স্মারকলিপি তোলে দিয়েছেন৷ তাদের অভিযোগ, কংগ্রেস শাসক দলের প্রকাশ্যে মর্জিমাফিক ওয়ার্ড পরিচালনা করছেন৷ প্রধানমন্ত্রী আবাসন যোজনা, সরকারী ও বেসরকারী বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা বন্টনে চরম দলবাজি হচ্ছে৷ বড়জলা বিজেপি মন্ডল সভাপতির অভিযোগ, গরীবদের জন্য বরাদ্ধকৃত সমস্ত সরকারী সুযোগগুলি বঞ্চিত ওয়ার্ডবাসী৷ গরীব দরদী স্লোগান তোলে কংগ্রেস বাম বিরোধী হয়েও একই লাইনে হাটছে৷ জনস্বার্থে প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন এবং পুর পারিষদ দায়িত্ব যোগ্য ব্যক্তিকে হস্তান্তরে গড়িমসি করলে বিজেপি জনস্বার্থে আন্দোলন তেজী করার হুশিয়ারী দিয়েছেন বাম ও কংগ্রেস উভয়কে৷
2017-12-15