নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ রাজ্যের অন্যতম বনেদী সুকল উমাকান্ত সুকলের ১২৭ তম প্রতিষ্ঠা দিবসে একগুচ্ছ অনুষ্ঠানসূচী হাতে নিয়েছেন সুকলের এলামনি৷ ১৬ই ডিসেম্বর পর্যন্ত চলবে নানা বর্নময় অনুষ্ঠান৷ বুধবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সন্মেলনে এই খবর জানিয়েছেন এলামনির কর্মকর্তারা৷ ১৪ই ডিসেম্বর উমাকান্ত ময়দানে অনুষ্ঠিত হবে ত্রিপুরা ভেটারেন্স ফুটবলার এসোসিয়েশন একাদশ বনাম উমাকান্ত একাডেমি এলামনির প্রীতিম্যাচের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে৷ এলামনির সভাপতি বর্নাড্য শোভাযাত্রা ও অনুষ্ঠিত হবে বলে জনান এলামনির কর্মকর্তারা৷ ১৭ই ডিসেম্বর রবীন্দ্রভবনে কৃতী প্রাক্তন ছাত্রদের সংবর্ধনা এবং সাংসৃকতিক অনুষ্ঠান৷ সাংসৃকতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী তিথি দেববর্মন, অমর ঘোষ৷ বিশেষ সংগীত শিল্পী হিসাবে উপস্থিত থাকবেন কলকাতার জনপ্রিয় কন্ঠশিল্পী স্মিতা প্রামানিক৷
2017-12-14