আগরতলা, ১৩ই ডিসেম্বর ৷৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা জনগণের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার যে সকল উদ্যোগ গ্রহণ করেছে এবং যেগুলোকে সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে সেগুলির মধ্যে হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রোগীদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান ও বিনামূল্যে পথ্য প্রদানের ব্যবস্থা৷ আজ সন্ধ্যায় মহাকরণে স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক৷ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই তথ্য জানান৷ শ্রী ভৌমিক জানান, রাজ্যস্তরীয় হাসপাতাল থেকে শুরু করে প্রাথমিক হাসপাতালগুলি পর্যন্ত যেখানে চিকিৎসাধীন রোগীদের ভর্তির ব্যবস্থা রয়েছে, সেগুলোতে হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রোগীদেরকে বিনামূল্যে পথ্য প্রদানের ব্যবস্থা রয়েছে৷ এই পথ্য তালিকায় এখন থেকে চিকিৎসাধীন রোগীদেরকে ডিম ও কর্ণফ্লেক্স দেওয়ার সংস্থান রাখা হয়েছে৷ এছাড়াও টিবি ও ক্যান্সার রোগীদের জন্য পথ্য তালিকায় একটি অতিরিক্ত ডিম এবং ২৫০ মিলি অতিরিক্ত দুধের সংস্থান করা হয়েছে৷ সমস্ত মহকুমা ও জেলা স্তরের স্বাস্থ্য আধিকারিকগণকে তাঁদের নিজ নিজ ক্ষেত্রে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসাধীন রোগীদেরকে পথ্য প্রদানের ব্যবস্থা যথাযথভাবে রূপায়ন করা হচ্ছে কিনা তা নজরদারীর জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়াও স্বাস্থ্য সচিব জানান, রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে অত্যাবাশ্যকীয় ঔষধ যাতে জনগণ বিনামূল্যে পান সেই উদ্যোগ অব্যাহত রয়েছে৷ তিনি জানান, স্বাস্থ্য দপ্তর কর্তৃক অনুমোদিত ৩৩৩টি নির্দিষ্ট অত্যাবাশ্যকীয় জেনেরিক ঔষধ রয়েছে৷ এর মধ্যে সবা সেন্টারগুলিতে থাকবে ২৩টি, প্রাথমিক স্বাস্থকেন্দ্রগুলোতে ১১৫টি, কমিউনিটি হেলথ সেন্টার ও মহকুমা হাসপাতালগুলিতে থাকবে ১৮৩টি, জেলাস্তরীয় হাসপাতালগুলিতে থাকবে ২১৫টি এবং জিবি পন্থ ও আই জি এম হাসপাতালে ৩৩৩টি অত্যাবাশ্যকীয় জেনেরিক ঔষধ৷ নির্দিষ্ট অত্যাবাশ্যকীয় জেনেরিক ঔষধ চিকিৎসাধীন রোগীদেরকে বিনামূল্যে দেওয়া হবে বলে তিনি জানান৷
2017-12-14