কলকাতা ,১৩ ডিসেম্বর (হিস): শীত কালে যাত্রীদের ভিড়ের চাপ কমাতে দক্ষিন পূর্ব রেল ২২টী শীতকালীন বিশেষ ট্রেন চালানোর কথা বুধবার ঘোষণা করল। এদিন দক্ষিন পূর্ব রেলের তরফে ঘোষনা করা হয় যে আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারী ২০১৮ পর্যন্ত তারা ১১ টি বিশেষ ট্রেন চালাবেন শালিমার, বান্জ্পুর এবং শালিমার এর মধ্যে | এই বিশেষ ট্রেনগুলির প্রত্যেক টিতে ৬টি করে সাধারণ দ্বিতীয় শ্রেনীর কামরা থাকবে এবং সেগুলি প্রত্যেক শুক্রবার বিকেল ৫-৪৫ মিনিটে শালিমার থেকে ছেড়ে বান্জ্পুর পৌছবে সেইদিন রাত ১০-৪৫ মিনিটে | ফিরতি পথে ট্রেনগুলি বান্জ্পুর ছাড়বে প্রতি রবিবার সকাল ৬-১০ মিনিটে আর শালিমার পৌছবে সেই দিনই দুপুর ১২-২০ মিনিটে | যাত্রা পথে এই বিশেষ ট্রেনগুলি থামবে পাস্কুরা ,খরগপুর , বেলদা , জলেশ্বর ,বস্তা, রূপসা ,যুগ্পুরা, বেত্নতি এবং বারিপদা স্টেশনগুলিতে
ঠিক সেই ভাবেই আরো ১১ টি শীতকালীন ট্রেন চলবে বান্জ্পুর এবং পুরীর মধ্যে আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত | এই ট্রেনগুলি প্রত্যেক শুক্রবার রাত ১১.৫০ মিনিট এ ছেড়ে পরদিন পুরী পৌছবে সকাল ৬-৩০ মিনিটে| অনান্য বিশেষ ট্রেনগুলির মতো এই ট্রেন গুলিতেও থাকবে ৬ টি করে সাধারণ দ্বিতীয় শ্রেনীর কামরা এবং যাত্রা পথে ট্রেনগুলি থামবে বারিপাদা,বেত্নসী,রূপসা,বালাসোর,সোরো, ভদ্রক,জাজপুর -কেয়নঝাড়,কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশন গুলিতে
2017-12-13