বেইরুট ও লেবানন, ১৩ ডিসেম্বর (হি.স.): পরপর দু’দিন প্রবল ঝাঁকুনিতে কেঁপে উঠল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানের কেরমান প্রদেশ| জোরালো ভূমিকম্পের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২০টি বহুতল| এছাড়াও কমবেশি আহত হয়েছেন অন্তত ১৮ জন| ১২ ডিসেম্বর, মঙ্গলবার ৫.৯ তীব্রতার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় কেরমান শহর থেকে প্রায় ৫৬ কিলোমিটার উত্তরে| এরপর ১৩ ডিসেম্বর, মধ্যরাতের কিছু পরে (বুধবার) ৬.০ তীব্রতার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় একই অঞ্চলে| প্রবল ঝাঁকুনিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২০টি বহুতল এবং কমবেশি আহত হয়েছেন অন্তত ১৮ জন| ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, মধ্যরাতের কিছু পরে (বুধবার) ৬.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়েছে কেরমান শহর থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তরে| স্থানীয় প্রশাসন সূত্রের খবর, ভূমিকম্পের প্রবল ঝাঁকুনিতে অন্তত ২০টি বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে| ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে দিশেহারা হয়ে মানুষজন ঘর থেকে বেরিয়ে পড়েন| তখনই আহত হয়েছেন অন্তত ১৮ জন| যে সমস্ত বহুতল ভূমিকম্পের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অধিকাংশইঅনেক পুরনো|
উল্লেখ্য, গত ৭২ ঘন্টায় এই নিয়ে তৃতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান| সোমবারই ৫.৪ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পশ্চিমাঞ্চলীয় ইরানে| তার আগে গত নভেম্বর মাসে ৭.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত একই রিজিওনে| বিধ্বংসী ভূমিকম্পে অন্তত ৫৩০ জনের মৃত্যু হয়েছিল|
2017-12-13