চণ্ডীগড়, ১৩ ডিসেম্বর (হি.স.) : বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ‘হ্যাটট্রিক’ করলেন রোহিত শর্মা৷ ২০৯, ২৬৪ পর এবার অপরাজিত ২০৮৷ এর মধ্যে দু’টিই শ্রীলঙ্কার বিরুদ্ধে৷ প্রথমটি এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷ তারপর ১৩ নভেম্বর ২০১৪, ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রানের ইনিংস খেলে ওয়ান ডে-তে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড করেছিলেন ‘হিটম্যান’৷ সেই সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে রোহতি ডাবল সেঞ্চুরি উপহার দিলেন স্ত্রী’কে রীতিকাকে৷
অধিনায়কের ব্যাটে ধরমশালার লজ্জা ঢাকল ভারত৷ রোহিত শর্মার ডাবল সেঞ্চুরিতে মোহালিতে ৩৯২ রানের পাহাড়ে টিম ইন্ডিয়া৷একদিনের ক্রিকেটে এদিন কেরিয়ারের ১৬তম সেঞ্চুরিটি করেন রোহিত৷ ১১৫ বলে ৯টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে শতরানে পৌঁছান টিম ইন্ডিয়ার স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন৷ তার পর মোহালিতে শুধুই রোহিত৷
ধরমশালায় সিরিজের প্রথম ম্যাচে ১১২ রানে গুটিয়ে যায় বিরাটহীন ভারত৷ হাসতে হাসতে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ১-০ এগিয়ে যায় মাস তিনেক আগে ঘরের মাঠে ভারতের কাছে ৯-০ পর্যুদস্ত হওয়া শ্রীলঙ্কাবাহিনী৷ কিন্তু মোহালিতে বিপরীত চিত্র৷ ধরমশালার মত এখানেও শ্রীলঙ্কা টস জিতে ভারতকে ব্যাট করেত পাঠায়৷ কিন্তু প্রথম ম্যাচের পুনরাবৃত্তি করেনি টিম ইন্ডিয়ার দুই ওপেনার৷ শিখর ধাওয়ান ও রোহিত ওপেনিং জুটিতে ১১৫ রান যোগ করে ভারতীয় ইনিংসের ভিত মজবুত করেন৷ সেই ভিতে ইমারত গড়েন ক্যাপ্টেন নিজেই৷ ১৫৩ বলে ১২টি ছক্কা ও ১৩টি বাউন্ডারির সাহায্যে ২০৮ রানে অপরাজিত থাকেন রোহিত৷
2017-12-13