হোজাই (অসম), ১৩ ডিসেম্বর (হি.স.) : হোজাই নির্বাচন ক্ষেত্রের যোগিজান এবং ঢলপুখুরি উন্নয়ন খণ্ড (ডেভেলপমেন্ট ব্লক)-এ সরকারি প্রকল্প খাতের টাকা নয়ছয়ের অভিযোগের ভিত্তিতে বুধবার গুয়াহাটি থেকে সিআইডি-র দুই সদস্যের এক দল অভিযান চালিয়েছে। অভিযানে বেশ কিছু নথিপত্ৰ বাজেয়াপ্ত করে নিয়েছেন সিআইডি অফিসাররা। তবে কাউকে আটক বা গ্রেফতার করেননি তাঁরা জানা গেছে, সিআইডি-র দুই সদস্যের দলটি প্রথমে যোগিজান ব্লকে গিয়ে ২০১৫/১৬ অর্থবৰ্ষে রূপায়িত প্রকল্পগুলি সম্পর্কে তদন্ত চালায়। এর পর তদন্তকারী দল যায় ঢলপুখুরি ব্লকে। দুটি ব্লক থেকেই তাঁরা বেশ কয়েকটি ফাইল বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছেন।
এখানে উল্লেখ করা যেতে পারে, ব্লক দুটিতে সরকারি প্রকল্প বাস্তবায়নের নামে দু-হাতে লুণ্ঠন হয়েছে বলে বিস্তর অভিযোগ উঠেছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন বলেও সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছিল।
এদিকে আজকের অভিযান সম্পর্কে তদন্তকারী আধিকারিকদের কাছে জানতে চাইলে এ ব্যাপারে তাঁরা অক্ষমতা ব্যক্ত করেন। তবে এই দুটি ব্লকে ২০১৫/১৬ অর্থবৰ্ষে সংঘটিত দুৰ্নীতির তদন্ত করতে তাঁরা আজ অভিযান চালিয়েছেন বলে জানিয়েছেন জনৈক শর্মা উপাধির সিআইডি অফিসার। তাছাড়া আজ তাঁরা কী কী নথিপত্র বাজেয়াপ্ত করেছেন সে সম্পর্কেও কিছু প্রকাশ করতে অস্বীকার করেছেন।
2017-12-13