বাঁকুড়া, ১৩ ডিসেম্বর(হি.স.): ‘বিশ্ববাংলা নিয়ে হিংসায় কেউ কেউ সমালোচনা করছে। তাদের বলি মুর্খের দল। বাংলাকে নিয়ে গর্ববোধ করে না।’ বুধবার বাঁকুড়ার ইন্দপুর বাগডিহা ময়দানে নাম না করে মুকুল রায়ের সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি গ্রামে টাকা বিলিয়ে ভেদাভেদ করলে পুলিশে খবর দেওয়ার নির্দেশ দেন। পুলিশকে ধরিয়ে দিলে তাদের পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।
বুধবার জেলা সফরে তৃতীয় প্রশাসনিক সভাটি হয় বাঁকুড়ার ইন্দপুর বাগডিহা ময়দানে। এদিন জঙ্গলমহল কাপের ৫ জেলার সফলদের পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিনের মঞ্চ থেকে ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ৩৯টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এছাড়াও বেশ কিছু উপভোক্তার হাতে সরকারি বেশ কিছু প্রকল্পের অনুদান তুলে দেন। রাজ্যে বিভিন্ন প্রকল্প ও নানান সরকারি উন্নয়নগুলি তুলে ধরেন তাঁর বক্তৃতায়। তিনি বলেন,\”জঙ্গলমহল এখন মাওবাদী মুক্ত হয়েছে। সেখানের মানুষ ভয়মুক্ত মনে ঘোরাফেরা করতে পারছে। এটা রাজ্য সরকারের বড় সাফল্য। জঙ্গলমহলে আর ভয় নেই। জঙ্গলমহলের মানুষ ভালো আছেন, জঙ্গলমহলের মা বোনেরাও ভালো আছেন। জঙ্গলমহল ভালো থাকুক আমরা চাই। জঙ্গলমহলের জন্য নানান উন্নয়ন মূলক কর্মযজ্ঞ চলছে। তিনি নাম না করে বিজেপিকে কটাক্ষ করে বলেন,\” এটা দেখে অনেকের হিংসা হচ্ছে। কিছু নেতা আছে যারা শুধু বলে বেড়াচ্ছে কিছুই হয়নি। হিংসা করে কেউ কেউ বিশ্ব বাংলা নিয়ে সমালোচনা করছে। বিশ্ববাংলার নামে কুৎসা রটাছে। তারা সব মূর্খের দল। বিশ্ববাংলা নিয়েও রাজনীতি করছে। বাংলাকে নিয়ে তারা গর্ব বোধ করে না।\” এদিন কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি দিয়ে বলেন,\” বাংলাকে ভাতে মারার চেষ্টা করবেন না বাংলার মানুষের ঘরে ঘরে ভাত আছে। আমার সকলকে নিয়ে চলার চেষ্টা করি আর যারা ভাগাভাগি করে তাঁরা রাজ্য ও দেশকে ভালোবাসে না।\” তিনি আরও বলেন,\” এলাকায় এসে কেউ টাকা বিলিয়ে মানুষকে ভাগাভাগি করার চেষ্টা করলে কিংবা উল্টো পাল্টা প্রচার করলে পুলিশে খবর দেবেন। ধরিয়ে দিলে পুলিশ তাদেরকে পুরস্কৃত করবে।
2017-12-13