নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ ডিসেম্বর৷৷ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে বিজেপির তেলিয়ামুড়া মন্ডলের মহিলা মোর্চার উদ্যোগে এক পরিবর্তন সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া টাউন হলে৷ এদিনের সভাতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় সভানেত্রী বিজয়া রাহাতকার৷ এছাড়া এদিন তেলিয়ামুড়া টাউন হল প্রাঙ্গন থেকে মহিলা কর্মী সমর্থকদের নিয়ে মিছিল বের হয়৷ মিছিলটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে তেলিয়ামুড়া মন্ডল কার্য্যালয়ে সমাপ্তি হয়৷ মিছিলটির নেতৃত্ব দেন বিজেপি রাজ্যে সম্পাদিকা কল্যানী রায়৷
2017-12-13