নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ ত্রিপুরা উচ্চ আদালতের সামনে বড় ধরণের হোঁচট খেড় রাজ্য সরকার৷ চিটফান্ড কেলেঙ্কারিতে গাঠিত রাজ্য পুলিশের সিট যে কোনও কাজই করছে তা প্রমাণ হয়ে গেল এই হলফনামায়৷ মঙ্গলবার ত্রিপুরা উচ্চ আদালতে সিবিআই হলফনামা দিয়ে জানিয়েছে, রাজ্য পুলিশ চিটফাণ্ড ইস্যুতে সহযোাগিতা করছে না৷ রাজ্য পুলিশের কাছে সিবিআই চিটফাণ্ড কান্ডের তদন্তের স্টেটাস রিপোর্ট জানতে চেয়েছেন৷ কিন্তু ত্রিপুরা পুলিশ তা দেয়নি৷ এর আগে চিটফান্ড কান্ডের তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট)-এর তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন আদালত বান্ধব আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ৷ তিনি সিট-এর তদন্তে অগ্রগতি না থাকায় সংশ্লিষ্ট ৭৮টি অভিযোগের তদন্তভার সিবিআই-র হাতে তুলে দেওয়ার প্রস্তাব রাখেন৷ এর পরেই সিবিআই হলফনামা দিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে তাদের অসন্তোষ্টির কথা জানিয়েছে৷
2017-12-13