নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ ব্যাঙ্কে গচ্ছিত আমানতকারীদের অর্থ সুরক্ষার নামে ভয়ঙ্কর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ এফ
আরডিআই-২০১৭ বিল পাশ হলে আমানতকারীরা দারুনভাবে ক্ষতিগ্রস্ত হবেন৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এফআরডিআই- ২০১৭ বিল সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে এই কথা বলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷
এদিন তিনি বলেন, সংসদের শীতকালীন অধিবেশনে এফআরডিআই- ২০১৭ বিল আনতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার৷ গত অধিবেশনেই এই বিল সংসদে পেশ হয়েছিল৷ এই নিয়ে আপত্তি উঠায় বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়৷ বিজনবাবুর মতে, ব্যাঙ্কগুলিকে দেউলিয়ার হাত থেকে বাঁচাতেই এই বিল আনতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ তাতে ব্যাঙ্কে যত টাকাই জমানো হোক তার অধিকার আমানতকারীদের থাকবেনা৷ ব্যাঙ্ক দেউলিয়া হয়েগেলে ঐ টাকা দিয়েই তারা নিজেদের রক্ষা করবে৷ আমানতকারীদের ভাগে সর্বোচ্চ এক লক্ষ টাকা পড়বে৷ বিজনবাবু বলেন, এই বিলের বিরুদ্ধে যাওয়ার কোন আইনি সংস্থান নেই৷ তিনি বলেন, রাজ্যসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নেই৷ তাই অর্থবিলের নাম করে লোকসভাতেই এফআরডিআই- ২০১৭ বিল পাশ করাতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ বিজনবাবুর দাবি, এই বিল আমানতকারীদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে৷ আমানতকারীরা দারুনভাবে ক্ষতিগ্রস্ত হবেন৷
তিনি বলেন, অনাদায়ী ঋণের বোঝা সামলাতে পারছেনা ব্যাঙ্কগুলি৷ অবশ্য, এই অবস্থা কেবল ভারতে নয় বিশ্বে অন্যান্য রাষ্ট্রেও একই সমস্যা রয়েছে৷ বিজনবাবু জানান, জি-২০ ভুক্ত দেশগুলি সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক যাতে দেউলিয়া না হয় সংশ্লিষ্ট দেশের সরকার তা সুনিশ্চিত করবে৷ তাঁর দাবি, এর ফলেই কেন্দ্রীয় সরকার এই বিল এনেছে৷
এদিকে, কেন্দ্রীয় অর্থন্ত্রকের দাবি, আমানতকারীদের বৃহত্তর স্বার্থে এবং ব্যাঙ্কে জমানো টাকার অধিক নিরাপত্তার লক্ষ্যেই এফ আব ডি আই- ২০১৭ বিল আনতে চাইছে কেন্দ্রীয় সরকার৷