ইসলামাবাদ, ১১ ডিসেম্বর (হি.স.): নিজেদের নির্বাচনী বিতর্কে পাকিস্তানকে জড়ানো বন্ধ করুক ভারত। গুজরাটের বিধানসভা ভোটে নাক গলানোর অভিযোগ অস্বীকার করে সোমবার ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগের পাল্টা জবাব দিলেন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল |
গুজরাটে নিজের রাজনৈতিক দল বিজেপির হয়ে ভোটের প্রচারে গিয়ে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন গুজরাটের বিধানসভা ভোটে নাক গলাচ্ছে পাকিস্তান | তিনি বলেন, পাক মদতে ক্ষমতায় আসতে চাইছে কংগ্রেস৷ গতকাল গুজরাটের পালানপুরের এক জনসভায় নরেন্দ্র মোদী বলেছিলেন, পাকিস্তানের প্রাক্তন সেনা প্রধান আরসাদ রাফিকের সমর্থন পেয়েছে কংগ্রেস৷ তিনি আহমেদ প্যাটেলকে গুজরাতে মুখ্যমন্ত্রী করার সাহায্যের আশ্বাস দিয়েছেন৷ বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে নিয়ে পাক কমিশনার সোহেল মাহমুদের সঙ্গে নিজের বাসভবনে বৈঠক করেন মণিশঙ্কর আইয়ার৷ সেই বৈঠককে হাতিয়ার করেছিলেন প্রধানমন্ত্রী৷
এরপরই আজ সরব হয় পাকিস্তান | জবাবে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সলের ট্যুইট, ভারতের নেতারা তাঁদের দেশের ভোটে পাকিস্তানকে যেন টেনে না আনেন। তিনি লেখেন, নিজেদের নির্বাচনী বিতর্কে পাকিস্তানকে জড়ানো বন্ধ করুক ভারত। ফুলিয়ে ফাঁপিয়ে তোলা সম্পূর্ণ ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন ষড়যন্ত্রের তত্ত্ব নয়, নিজেদের ক্ষমতার জোরে ভোটে জেতা উচিত ওদের।
2017-12-11