নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.) ডোকলাম নিয়ে ফের চিন্তার ভাঁজ বাড়ল দিল্লির সাউথ ব্লকের কর্তাদের কপালে। তীব্র শৈত্য প্রবাহের মধ্যেও বিতর্কিত ডোকলামে ফের সেনা সমাবেশ করল বেজিং। বিশেষ সূত্রে থেকে পাওয়া খবর অনুযায়ী প্রায় ১৬০০ থেকে ১৮০০ সেনা বিতর্কিত ডোকলামে মোতায়ন করেছে চিন। এমনকি সেখানে সেনাবাহিনীদের জন্য থাকার অস্থায়ী ছাউনিও তৈরি করা হয়েছে। পাশাপাশি লাল ফৌজের তরফে হেলিকপ্টার অবতরণ করার জন্য ওই এলাকায় দুইটি হেলিপ্যাড তৈরি করেছে চিন।
কিছুদিন চিনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল শীতে ডোকলাম সেনা সমাবেশ করা হবে। কারণ তাদের দাবি ছিল ডোকলাম চিনের অংশ। আর তাকে রক্ষা করবে করবে চিন। অন্যদিকে চলতি বছরের ১৬-ই জুন থেকে ২৮ শে আগস্টের মধ্যে প্রায় ৭৩ দিন অবরুদ্ধ ছিল ডোকলাম। সীমান্তে ৭৩ দিন ধরে মুখোমুখি দাঁড়িয়েছিল চিন এবং ভারতীয় সেনা। ডোকলামে চিনের রাস্তা তৈরির বিরোধিতা করে ভুটান। তাদের তরফে দাবি করা হয় ডোকলাম তাদের অংশ। ভুটানের পাশে দাঁড়ায় ভারত। জি-২০ শীর্ষ সম্মেলনের ঠিক আগে ডোকলাম থেকে সেনা সরিয়ে নেয় ভারত এবং চিন। যদিও এই বিষয়ে ভারতের তরফ থেকে কোন বিবৃতি দেওয়া হয়নি। ডোকলাম ইস্যুতে এশিয়ার দুই শক্তিধর দেশের এইভাবে মুখোমুখি দাঁড়ানো বিষয়ে চিন্তিত রাষ্ট্রসঙ্ঘ।